সেই নিতান্ত বাল্যকাল থেকেই ঘুরছি। নানা সময়ে ইতিহাসের নানা অধ্যায়ের মধ্য দিয়ে নানা বিচিত্র জায়গায় । দেশে এবং বিদেশে। কোন সময় এক কখনও বাবা-মা'র সাথে পরে পরিবার পরিজন নিয়ে। এই ভ্রমণেরই কিছু অংশ পাঠকের জন্যে সংকলিত হল এই গ্রন্থে । যেখানে গেছি সেই জায়গাকেই স্বৰ্গ মনে হয়েছে আমার আসলে স্বর্গ আমার এখানেই। এই ভূমন্ডলেই। আর কোন স্বর্গ কোনকালে চাইনি আমি ।
যা বললাম এই গ্রন্থে তা আমার দেখা বিচিত্র ভুবনের যৎসামান্য অভিজ্ঞতা মাত্র । আরো অজস্র গল্প রয়ে গেছে আমার ভ্রমণের। জীবনের বন কিছুই যায় না ফেলা। পাঠকের ভালো লাগলে সেগুলো নিয়েও হাজির হব অচিরেই।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।