Ticker

6/recent/ticker-posts

নবনীতার নোটবই

নবনীতার নোটবই নবনীতার নোটবই

এই লেখাগুলো যে কোনোদিন বই হয়ে বেরুবে, ভাবিনি। টুকরো লেখা, কিছু হাতে লিখেছি, কিছু এই যন্ত্রে, কিছু ঐ যন্ত্রে, ছড়িয়ে ছিটিয়ে আছে, কে জানে কোনটা কোথায়। ক'টা বেরিয়েছিল তাও মনে নেই। কে খুঁজবে? পাঁচ বছর ধরে বেরিয়েছে বাংলা লাইভের ই-পত্রিকায়। রোববারে ‘ভালো-বাসার বারান্দা শুরু হবার পরে বেশিদিন একসঙ্গে দুটো কলম লিখতে পারিনি, অপারগ হয়ে পুরোনোটা বন্ধ করলুম। কিছুদিন আগে অপু এটিকে বই করার কথা বলল যখন, সিধে না’ বলে দিলুম। এক তো আমার দ্বারা সম্ভব নয় খুঁজেপেতে পাণ্ডুলিপি তৈরি করা, আর দুই, ওসব টুকরো লেখা, ও ছেপেই বা কী হবে? কিন্তু অপু বলল, বইটা করা খুব দরকার, দিল্লি বইমেলাতে গেলে বহির্বঙ্গের পাঠকরা ওকে এই নোটবইটা বের করতে বার বার অনুরোধ করেন। আরো অবাক করে দিয়ে অপু ঘোষণা করল, পাণ্ডুলিপিও তৈরি আছে। বেশ তো, তা হলে যা খুশি তাই করো। আমার বাপু কোনো দায় নেই। ঠিক তাই হয়েছে। আমি প্রফও দেখিনি। যে অন্তর্জালের পাঠকদের আগ্রহে এ বই বেরুলো তাদের কাছে আমি যারপরনাই কৃতজ্ঞ। বই যেমনই হোক, তাদের ভালোবাসায় ভেজাল নেই। ৮৬টা টুকরো ম্যাজিক করে পরপর সাজিয়ে দিয়েছেন অমিতাভ রায় মশাই। মানছি, অনেক কপাল করলে এমন সব দূরদেশী পাঠক মেলে। এখন ভাবনা, শেষ অবধি তাদের মুখ রক্ষে হবে তো!

নবনীতা দেবসেন
১৩ জানুয়ারি ২০১১

Download and Comments/Join our Facebook Group