বঙ্গ বাংলা বাংলাদেশ - হাসান আজিজুল হক (সম্পাদিত)
বাংলাদেশের ইতিহাস, সমাজ, অর্থনীতি, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতির মুল বিন্দুগুলিকে স্পর্শ করা এ বইয়ের মূখ্য উদ্দেশ্য। অন্যতম বৈশিষ্ট্য অতীতমুখিতা। বর্তমান বাংলাদেশ যে বৃহৎ বঙ্গের ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, যেখান থেকে সে আত্মপরিচয় গঠন করে, যেখান থেকে তার বিকাশ ও উত্তরণ ঘটে, সেই অতীতের সঙ্গে এর সম্পর্ক প্রায় সবগুলো প্রবন্ধে কমবেশি প্রতিফলিত।
বর্তমান পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের খ্যাতিমান পন্ডিতদের লেখায় পুষ্ট।
Download and Comments/Join our Facebook Group