Ticker

6/recent/ticker-posts

বঙ্কিম বরণ - মোহিতলাল মজুমদার

বঙ্কিম বরণ - মোহিতলাল মজুমদার বঙ্কিম বরণ - মোহিতলাল মজুমদার

লেখক মোহিতলাল মজুমদারের ভাষ্যমতে,
“বঙ্কিমচন্দ্র সম্বন্ধে আমি এ পর্যন্ত যাহা কিছু লিখিয়াছি সেই সব প্রবন্ধ ও প্রাসঙ্গিক আলোচনা এই গ্রন্থে একত্র সংগ্ৰহ করিয়া দিলাম ; ইহার দুই-একটি ইতিপূৰ্ব্বে প্রকাশিত বা গ্রন্থিত হয় নাই। এইরূপ সংগ্রহের প্রয়োজন ছিল ; বঙ্কিমচন্দ্র সম্বন্ধে আমার নানাবিধ আলোচনা এমনভাবে ছড়াইয়া আছে যে, সকলের পক্ষে তাহা এককালে পাঠ করা সহজসাধ্য নয়, অথচ সেই আলোচনার সকল দিক এক সঙ্গে না দেখিলেও আমার বঙ্কিম-পরিচয় সুস্পষ্ট হইয়া উঠিবে না। তাই আমি এইরূপ একটি সংগ্রহ অত্যাবশুক মনে করিয়াছি।”

Download and Comments/Join our Facebook Group