নারী শুধু নারী নয়, সে মানুষও। কিন্তু যুগে যুগে দেশে দেশে নারীকে মানুষ হিসেবে গণ্য করা হয় না। বলা হয়, মেয়ে মানুষ। মেয়েরাও মানুষ এই বোধে নারী সমাজকে উদ্বুদ্ধ করাই এই ক্ষুদ্র বই-এর উদ্দেশ্য। -- লেখক
'খ্রিস্টানের চোখে নারীর শরীর এতোই পাপীয়সী যে, তারা যিশুকে জন্ম দিয়েছে কুমারীর গর্ভ থেকে। খ্রিস্টানের কাছে নারীর দেহ কলঙ্ক। তাই তারা মেরীর দেহ থেকে নিঃশেষে বের করে দিয়েছে কামকে; তাকে পরিণত করেছে এক কামশূণ্য বিদেহী নারীতে।'
ইহুদীরা ভোরবেলা প্রার্থনা করে, 'বিধাতাকে ধন্যবাদ, যেহেতু তিনি আমাকে নারী করেননি'; আর একই সময় তাদের নারীরা কৃতজ্ঞ কণ্ঠে বলে, 'বিধাতাকে ধন্যবাদ, যিনি আমাকে তার নিজের ইচ্ছানুসারে সৃষ্টি করেছেন।'
হিন্দু ও ইসলাম ধর্মের দৃষ্টিভঙ্গিতে 'নারী' কি তারও যথেষ্ট বিশ্লেষণ পাওয়া যায় বইটিতে।
সৌজন্যেঃ Yeadira BD
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।