আমাদের উপমহাদেশের পুরোতন-জটিল রোগ সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতার সাথে জড়িত ধর্ম নামের একটি শক্ত-পোক্ত প্রতিষ্ঠান। মনে করা হয়, একমাত্র ধর্মীয় দৃষ্টিভঙ্গিই সাম্প্রদায়িকতা নামের এই রোগের কারণ। কোন একটি-মাত্র কারণ এত বড় কর্মকাণ্ডের পেছনে, তা চিন্তা করার দিনের শেষ শুরু হয়ে গেছে।
ধর্মের পরই থাকে জাতীয়তা আর থাকে ইতিহাস চর্চার বিষয়। ইতিহাস একদিনে যেমন হয় না, তেমনি ইতিহাস একদিনেই বোঝাও যায় না। কারণ ইতিহাসেরও থাকে ইতিহাস। আমাদের ইতিহাসের ইতিহাস জানলেই মনে হয়,এই উপমহাদেশের সাম্প্রদায়িকতা কিছুটা হলেও প্রশমিত হয়।