মোগল সম্রাট হুমায়ূন
মূল হিন্দি
ডক্টর হরিশংকর শ্রীবাস্তব
ভূমিকা
ডক্টর তারা চাঁদ
অনুবাদ
মুহম্মদ জালালউদ্দীন বিশ্বাস
হিন্দি ভাষায় এমন ঐতিহাসিক পুস্তকের বড়ই অভাব রয়েছে যা মূল গ্রন্থাবলীর ভিত্তিতে লেখা হয়েছে। ডক্টর হরিশঙ্কর শ্রীবাস্তবের লেখা এ গ্রন্থ সেই অভাব পূরণে সহায়ক হয়েছে। তিনি হুমায়ূনের সাথে সম্পর্কিত সমস্ত ফারসি গ্রন্থ অবলোকন করেছেন এবং ইংরেজিতে যত জীবনী ও মোগল যুগের ইতিহাস লেখা হয়েছে তার সবই খুব গভীরভাবে নিরীক্ষণ করেছেন। জীবনের ঘটনাবলী ও রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ড তিনি সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করেছেন এবং অন্য লেখকদের যুক্তি ও চিন্তাধারার নিরিখে নিজের সিদ্ধান্তে পৌছেছেন। হুমায়ূনের বিস্তৃত, গভীর এবং পাণ্ডিত্যপূর্ণ বর্ণনা প্রস্তুত করেছেন যাতে সাধারণ পাঠকসহ ছাত্র-শিক্ষক-অধ্যাপক সকলের পক্ষে এই বাদশাহ সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা সম্ভব হবে।
Download and Comments/Join our Facebook Group