সাহিত্যে বাস্তবতা - আজহার ইসলাম
মানুষের জীবনে বস্তুর অভিব্যক্তি ঘটে নানাভাবে। নিত্যদিনের জীবনচর্চা কখনো অমিতব্যয়ে, কখনো বিলাসিতায়, কখনো অনাবশ্যক বাজে কাজে, কখনো অলস মন্থর জীবনযাপনে সাধিত হয়। আজকের দিনের এই মানসিক অপব্যয়িতার বৈচিত্র্যহীন ও একঘেয়ে জীবনে আনন্দের স্পর্শ আনতে মানুষকে বৈচিত্র্যের সন্ধান করতে হয়, জীবনকে সুন্দর সুষ্ঠুরূপে দেখার অভিলাষী হয় সে। সাহিত্যই সে-দায়িত্ব পালন করে। আর সে-সাহিত্য জীবনের বস্তুমূল থেকে বিচ্ছিন্ন নয়। আবার বাস্তবজীবনে যা অসুন্দর ও কুৎসিত, তাকেও সাহিত্যিক তাঁর অসাধারণ শিল্পচাতুর্যে সুন্দর করে গঠে তোলেন; এবং সে-কারণেই আমাদের দৃষ্টিতে তা অপরূপ রূপে উদ্ভাসিত হয়ে ওঠে।
বাস্তবের আশ্রয়ে সে সাহিত্য, লিওনার্দোর সেই অনবদ্য শিল্পকর্মের মতোই তা কালের কষ্টিপাথরে উত্তীর্ণ হয় চিরকালের সম্পদরূপে বেঁচে থাকে।
সৌজন্যেঃ Yeadira BD
Download and Comments/Join our Facebook Group