Ticker

6/recent/ticker-posts

ছন্দ - আব্দুল মান্নান সৈয়দ

ছন্দ - আব্দুল মান্নান সৈয়দ
ছন্দ - আব্দুল মান্নান সৈয়দ
বইটি সম্পর্কে লেখকের নিজের বক্তব্যটিই এখানে তুলে ধরা হলো।
যথাসাধ্য সহজ ও স্বচ্ছভাবে বাংলা ছন্দের মতো দুরূহ বিষয়কে উপস্থিত করবার চেষ্টা করেছি। পাদটীকা যথাসম্ভব বর্জন করেছি। পারিভাষিক কুহেলি ও জটিলতা যথাসাধ্য পরিহার করেছি। মূল জিনিশটি ধরে দেবার চেষ্টা করেছি। ছন্দাচার্য প্রবোধচন্দ্র সেনের আপত্তি সত্ত্বেও অক্ষরবৃত্ত, স্বরবৃত্তের মতো সর্বাধিক পরিচিত শব্দগুলিই ব্যবহার করেছি। এক্ষেত্রে আমি আব্দুল কাদির, নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও শঙ্খ ঘোষের মতোই এই সর্বাধিক পরিচিত শব্দগুলি ছাড়তে রাজি নই। তেমনি ‘অক্ষর’, ‘দল’ প্রভৃতি শব্দ ব্যবহার না- করে ‘সিলেবল’ ব্যবহার করেছি।
সর্বত্রই আমার লক্ষ্য ছন্দ বিষয়টিকে অজটিল সহজভাবে উপস্থাপন বলেই, তা করেছি।