Ticker

6/recent/ticker-posts

সাহিত্য-বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও অন্যান্য প্রসঙ্গ - আজহার ইসলাম

||  সাহিত্য-বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও অন্যান্য প্রসঙ্গ  ||  ~ আজহার ইসলাম~
|| সাহিত্যবিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও অন্যান্য প্রসঙ্গ ||

~ আজহার ইসলাম ~

লেখকের একটি বই আগেও ভাগাভাগি করেছি সদস্যবন্ধুদের সাথে। তাঁর বইগুলো সারাধণত সাহিত্যে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, সাহিত্যের গবেষক বা যাঁরা সাহিত্য বিষয়ে আগ্রহী তাঁদের বেশ সাহায্য করবে, তাতে কোন সন্দেহ নেই।

সেই চেষ্টায়ই আমার এমন বই ভাগাভাগি।

এখন বই সম্পর্ক লেখকের নিজ বক্তব্য:

‘সাহিত্যবিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও অন্যান্য প্রসঙ্গ’ পুস্তকখানি মূলত বাংলা সাহিত্যের কয়েকটি বিষয় ও স্মরণীয় কিছু কথা নিয়ে রচিত। এসব প্রবন্ধ-নিবন্ধের অধিকাংশই বিভিন্ন সময়ে বাংলা একাডেমি কর্তৃপক্ষের আমন্ত্রণে একাডেমির সেমিনার-কক্ষে পাঠ করা হয়। পরে সেগুলি বিভিন্ন গবেষণামূলক ও দৈনিক পত্রপত্রিকার সাহিত্যের পাতায় এবং কোনো কোনো সংকলন-গ্রন্থে প্রকাশিত হয়। বাংলাদেশের সাহিত্যের উপর রচিত সর্বশেষ ইংরেজি প্রবন্ধখানি ১৯৯৭ সালের ৪ঠা জুলাই যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাঙালি অভিবাসীদের আয়োজিত একটি কনফারেন্সে একজন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থাপন করি।

Download and Comments/Join our Facebook Group