রবীন্দ্ররাজনীতি - সৈয়দ আবুল মকসুদ
রবীন্দ্রনাথ ঠাকুরে ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের লেখক শিবিরের কেন্দ্রীয় পরিষদ কর্তৃক ১৯৮৬-এর ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সেমিনার অনুষ্ঠিত হয়। 'রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তাধারা'শীর্ষক সেই সেমিনারে এ লেখাটি পঠিত হয়েছিল। তার পর ত্রৈমাসিক 'সাহিত্য পত্র'র ৭ম বর্ষ ২য় সংখ্যায় 'রবীন্দ্ররাজনীতি' শিরোনামে মুদ্রিত হয়। পুস্তিকা আকারে প্রকাশের সময় লেখাটি কিছুটা সম্প্রসারিত হয়েছে।
বিশিষ্ট চিন্তাবিদ ড. সিরাজুল ইসলাম চৌধূরী আগ্রহ প্রকাশ না করলে এ লেখা হয়তো এখন বই আকারে বের হতো না। অতুলনীয় তাঁর আন্তরিকতা। উৎসাহ পাওয়া গেছে সম্প্রতি প্রতিষ্ঠিত রবীন্দ্রচর্চা কেন্দ্রের সমন্বয়ক বিশিষ্ট প্রাবন্ধিক ও সমালোচক জনাব আহমদ রফিকের কাছ থেকে।
সৈয়দ আবুল মকসুদ
(ভূমিকা-সংক্ষেপিত)