Ticker

6/recent/ticker-posts

নজরুল ও তিন নারী - মোবাশ্বের আলী


নজরুল ও তিন নারী - মোবাশ্বের আলী নজরুল ও তিন নারী - মোবাশ্বের আলী

কবির জীবন ও কাব্যে নারীর প্রেরণা অবশ্যস্বীকার্য। দান্তের বিয়াত্রিচ, পেত্রার্কের লরা, শেলীর মেরী, কীটসের ফ্যানী ব্রাউন, রবীন্দ্রনাথের কাদম্বরী দেবী ও ভিক্টোরিয়া ও’কাম্পো, তেমনি নজরুলের জীবনে ও কাব্যে নার্গিস, ফজিলত প্রমুখ প্রেরণারূপিনী।

দান্তে বিয়াত্রিচের মাধ্যমে স্বর্গলাভ করেছেন, লরা পেত্রার্ককে স্বপ্নের জগতে নিয়ে গেছেন, মেরীর প্রেমে শেলী জীবনের সোনালী স্বপ্ন দেখেছেন, ফ্যানি ব্রাউন কীটসের অর্পূ সৃষ্টির প্রেরণা হয়েছে, তেমনি রবীন্দ্রনাথের জীবনে কাদম্বরী দেবী ও ভিক্টোরিয়া ও’কাম্পো।

কীটস-প্রণয়িনী ফ্যানি এবং রবীন্দ্রনাথের প্ররনাস্বরূপ কাদম্বরী দেবী ও ভিক্টোরিয়া ও’কাম্পো প্রত্যেককে নিয়ে স্বতন্ত্র পুস্তক রচিত হয়েছে। কিন্তু নজরুলের প্রেরণারূপিনী নার্গিস বা প্রমীলা নিয়ে স্বতন্ত্র কোন গ্রন্থ রচিত হয়েছে কিনা, অন্তত আমার জানা নেই। কেবল অধ্যাপক সৈয়দ আলী আশরাফ ফজিলতকে নিয়ে একটি বই লিখেছেন।

অতএব, নজরুলের জীবনে ও কাব্যে-নার্গিস, ফজিলত ও প্রমীলা- তিন নারী নিয়ে আমার এই গ্রন্থ প্রণয়নের প্রয়াস।
মোবাশ্বের আলী