আলাদিন জিন্দাবাদ
কিঙ্কর আহ্সান
আলাদিনের কেউ নেই। আলাদিনের কেউ কখনই ছিলোনা। আলাদিনের মতন অমানুষদের জন্য কেউ থাকেনা। হায়রে।
আলাদিন পকেট থেকে দেশলাই বাক্সটা বের করে। কেরোসিন দিয়ে ভেজায় নিজের আর নুসরাতের শরীর। নুসরাতকে কাছে টেনে বলে ‘ভালোবাসি। শোন অনেক গল্প আছে। মন দিয়ে শুনবা কিন্তু। আচছা?’ এরপর আগুন জ্বালায়। জ্বলতে থাকে সবকিছু। বাইরে থেকে লোকজন শুনতে পায় আলাদিনের চিৎকার। শরীর পোড়ার যন্ত্রনা ভয়ংকর। কি অদ্ভূত আলাদিনের প্রেম। কি ভীষনভাবে নিজেকে শেষ করে দেওয়া। জয়তু আলাদিন। আলাদিন জিন্দাবাদ। আলাদিন পুড়–ক। পুড়ে পুড়ে মরুক। মরেই শান্তি পাক। জীবিত থাকাকালে তো পুড়তেই হয়েছে সারাক্ষন...।
‘আলাদিন জিন্দাবাদ’ বইয়ের গল্পগুলো এমনই। শীতলপাটি বিছিয়ে কোন এক বিষনড়ব বিকেলে কোন এক, কারো একজনের কাছ থেকে শোনা ভালোবাসার, হতাশার আবার ঠিক ঠিক আশাবাদী হবার গল্প। অপভ্রংশ, পাতার নৌকায় দৃশ্যপট, গুল্লি, আলপিনে কুয়াশা, দিনলিপি রাতলিপি, দেশলাই জীবন, শিরোনাম ডায়রী, জমাটি দুঃখ সুখ, রক্ত-কষ্ট-শোক, হলদে পাখি, ছাব্বিশ পুরুষ এক নারী, আলাদিন এ বারোটি গল্পে আছে অন্ধকার ঘর, কবর, শোক আর সবশেষে এক টুকরো আলো যা মায়ার পরশ বুলিয়ে যায় মননে। ‘আলাদিন জিন্দাবাদ’ জ্যান্ত একটি শহর। সেই মাটির, পিচের আর যান্ত্রিকতার শহরে সবাইকে আমন্ত্রণ। আবেগের এই শহরে যাত্রা শুভ হোক। শুভকামনা।
লেখকের প্রকাশিত অন্যান্য বই:
উপন্যাস
আঙ্গারধানি
রঙিলা কিতাব
মকবরা
গল্পগ্রন্থ
কাঠের শরীর
স্বর্ণভূমি
Download and Comments/Join our Facebook Group