Ticker

6/recent/ticker-posts

সাফ দেলের মহড়া - মুহাম্মদ হাবিবুর রহমান

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhl92mIvueAW8pCct6CKLEhJRnRTIM4XYHDvFFa_fXGPVRS08QzuuiAbiP8JAOUXV4PXy4q1TaApXZ4avZRWmnNdnvEs3ijkMI4JmU3tS7F2an4CwAb_bEG3Fx3dDkQUn7E734irJ9_DuvE/s1600/cover+copy.jpg সাফ দেলের মহড়া - মুহাম্মদ হাবিবুর রহমান

বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান
(জন্ম: ৩ ডিসেম্বর, ১৯২৮; মৃত্যু: ১১ জানুয়ারি, ২০১৪)
তিনি একাধারে গবেষক, লেখক, শিক্ষাবিদ, আইনজীবী, রবীন্দ্র বিশেষজ্ঞ, ভাষা সৈনিক, অভিধানপ্রণেতা। ১৯৪৯-৫২-এর ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।

বইটিতে তাঁর রাজনৈতিক ভাবনা,সমাজের স্থূল-সূক্ষ্ম সমস্যাগুলো নিজস্ব ভঙ্গিতে তীক্ষ্ণ ভাষায় কবিতারূপে প্রকাশ পেয়েছে।
কবিতার স্বাদ ভিন্নও,গভীর চিন্তার খোরাক খুঁজে পাওয়া যায় প্রতিটি কবিতায়,প্রতিটি ছত্রে।

Download and Comments/Join our Facebook Group