শারদীয় ‘দেশ’ : ১৪২৩
উপন্যাস লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, স্মরণজিৎ চক্রবর্তী, সুকান্ত গঙ্গোপাধ্যায়, সৌরভ মুখোপাধ্যায় ও প্রচেত গুপ্ত। গল্প সমরেশ মজুমদার, হর্ষ দত্ত, তিলোত্তমা মজুমদার, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, বিপুল দাস ও ছন্দসী বন্দ্যোপাধ্যায়ের কলমে। বিশেষ আকর্ষণ সত্যজিত্ রায়ের পত্রাবলি। কৃষ্ণা বসু-র আত্মকথার সঙ্গে আছে পথিক গুহ-র প্রবন্ধ। অর্ধশতাধিক প্রবীণ-নবীন কবিদের পুজোর কবিতাসহ, ঐতিহ্যের ধারা মেনে পাবেন গগনেন্দ্রনাথ ও রামকিঙ্করের আঁকা বহুবর্ণ চিত্র।
Download and Comments/Join our Facebook Group