Ticker

6/recent/ticker-posts

মজলিস - কুমারপ্রসাদ মুখোপাধ্যায়

amarboi 'কুদরত রঙ্গি-বিরঙ্গি' লিখে ইতিপূর্বেই বাঙালিকে মাতিয়েছেন কুমারপ্রসাদ মুখোপাধ্যায়। এই গ্রন্থের নামই বলে দিচ্ছে, এখানে সঙ্গীতের ঠাটবাট যত না, তার চেয়ে লেখক বেশি ঝুঁকেছেন গানের আড্ডার চৌহদ্দিতে। নিটোল রস-রসিকতার রকমারি সব মজলিসে।
সঙ্গীতের জগৎ আশ্চর্য আর বিচিত্র জগৎ। কিংবদন্তী ওস্তাদের সুরই শুধু নয়, এই জগতের অন্তঃস্থলে তৈরি হয় কত ঘটনা, কত অজানা গালগল্প আর খাঁটি সরস কথকতা। গান বাজনার তান-তুকের চেয়ে সেই অচেনা-ভুবনের কাহিনী আরও মনোহর। এই গ্রন্থের লেখক নিজে সঙ্গীত সাধক। অথচ তিনি কেবল সঙ্গীত-সাধনায় জীবন ভরাতে চাননি। সঙ্গীতকে বুঝে সমঝে রসিক হয়ে উঠেছেন। আসরে আসরে দেখে ফিরেছেন, চেখে ফিরেছেন রথী-মহারথী। গাইয়ে-বাজিয়েদের সদাচার, ঘর ও ঘরানা। লেখক তাঁর সুরের সাম্পানকে বেঁধেছেন সুরনদীর ঘাটে-ঘাটে। সেখান থেকে সংগ্রহ করে আনা গুণী ওস্তাদের রস-রসিকতায় এক একটা কলিকে তিনি পরিবেশন করেছেন অন্য মূর্ছনায়। স্রেফ আড্ডার ঢঙে লেখা এই রচনা মনের তন্ত্রীতে বাজিয়ে তোলে অন্যতর সুর।

Download and Comments/Join our Facebook Group