Ticker

6/recent/ticker-posts

চোর ও সারমেয় সমাচার - নাগিব মাহফুজ

চোর ও সারমেয় সমাচার - নাগিব মাহফুজ
চোর ও সারমেয় সমাচার - নাগিব মাহফুজ
অনুবাদঃ আলী আহমদ
‘আল-লিস ওয়া আল-কিলার’ The Thief and The Dogs। বাংলা করলে হয় ‘চোর ও সারমেয় সমাচার’। গুটিকয়েক ব্যক্তির অন্তর্লীন ব্যথা-বেদনা, আনন্দ-সুখ চিত্রিত হয়েছে এ উপন্যাসে। বাইরের বৃহত্তর সমাজ বা প্রকৃতি এ উপন্যাসে মুখ্য ভূমিকা নেয়নি। সে স্থান দখল করেছে মুখ্য চরিত্র সায়ীদ। সামাজিক সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে উৎসর্গীকৃত-প্রাণ সায়ীদ বন্ধু রউফের আদর্শে দীক্ষিত হয়ে যে পথ বেছে নেয় তা ছিল ভুল। তার প্রেম করে বিয়ে-করা স্ত্রী নাবাইয়া গোপন সম্পর্ক গড়ে তোলে সায়ীদেরই আশ্রিত ইলীষের সাথে। ওরা ষড়যন্ত্র করে সায়ীদকে পুলিশে ধরিয়ে দিলে তার চার বছরের জেল হয়ে যায়। জেল থেকে বেরিয়ে তার রেখে যাওয়া দু-বছরের মেয়ে সানা’র সাথে দেখা করতে যায়। ইতিমধ্যে তার স্ত্রী ইলীষকে বিয়ে করে ফেলেছে। কন্যা সানাও চিনতে না পেরে তাকে অস্বীকার কর্ চরম তিক্ততানিয়ে প্রতিশোধ নেয়ার মানসে সে দু দু-টো ভুল মানুষকে হত্যা করে ফেরারি হয়ে যায়। ফেরারি জীবনে তাকে অনেক ভালবাসত এমন মেয়ে নূরের সাথে সে আত্মগোপন করে থাকে। তারপর একসময় পুলিশের হাতে ধরা পড়ে। কাহিনীতে তেমন নতুনত্ব হয়ত নেই, কিন্তু এর গতি অতিদ্রুত, আকর্ষণীয় তার গড়ন।