সীমন দ্য ব্যোভোয়া এর সঙ্গে কথোপকথন
দ্বিতীয় লিঙ্গের পরে
অ্যালিস শোয়ার্জার
অনুবাদঃ আলম খোরশেদ
সীমান দ্য ব্যোভোয়া-র "দ্বিতীয় লিঙ্গ’ বইখানি আধুনিক নারীবাদের বাইবেল বিশেষ হয়ে ওঠে ঠিক যেমনটি তার জীবন পরবর্তী প্রজন্মের নারীদের কাছে হয়ে উঠেছিল মুক্তির মডেল স্বরূপ। আজ বহু বছর বাদে সীমন দ্য ব্যোভওয়া তাঁর অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা, তার সততা ও আবেগের নির্যাস মিশিয়ে নারী ও নারী প্রশ্ন নিয়ে পুনরায় কথা বললেন ।
এক গুচ্ছ আশ্চর্য রকম সৎ ও মর্মস্পশী কথোপকথনে অ্যালিস শোয়ার্জার তাঁকে এমন সব প্রশ্ন করেন যা আধুনিক নারীবাদীরা তার কাছে জানতে চাইত। সীমান দ্য ব্যোভওয়া সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন এক অশ্রুতপূর্ব সততায় । তিনি নারীবাদ-এর মূল ইস্যুগুলো যেমন প্রেম, যৌনতা, মাতৃত্ব, বিবাহ, কাজ ইত্যাদি এবং নয়া নারীবাদ, রাজনীতি, নারী আন্দোলন বিষয়ে কথা বলেন। আত্ম-মূল্যায়নে ক্লান্তিহীন তিনি। এই বৃহৎ বিষয়গুলোকে তাঁর ব্যক্তিগত জীবনের নিভৃততম আখ্যান, যেমন তাঁর বিয়ে না করা কিংবা সন্তান না নেবার সিদ্ধান্ত, সার্ত্র ও অন্যান্য পুরুষের সঙ্গে তাঁর সম্পর্ক, গৃহকর্ম, যৌনতা ও দৈনন্দিন জীবনের অন্যান্য অনুষঙ্গ ইত্যাদির সঙ্গে সম্পর্কিত করে দেখান। সীমন দ্য ব্যোভওয়া যখন তার স্বপ্ন ও ভাবনা অনুযায়ী জীবন যাপনের প্ৰয়াসের বর্ণনা দেন আমরা তখন এমন একজনের কণ্ঠ শুনি যিনি এখন পর্যন্ত আমাদের সময়ের অন্যতম প্রধান ও বৈপ্লবিক কণ্ঠস্বর।
Read On and Comments/Join our Facebook Group