এবং মুশায়েরা শারদীয় ১৪২২ গল্প ও গল্পকার সংখ্যা
বর্তমান ‘গল্প ও গল্পকার’ বিষয়ের দিক থেকে নতুন কিছু নয়। ইতিপূর্বে ‘এবং মুশায়েরা’ এ ধরনের সাতটি সংখ্যা প্রকাশ করেছে। সেগুলিতে ছিল সমকালীন প্রায় এক শত গল্পকার। সাম্প্রতিক উপস্থাপন অষ্টম পর্যায়। এতে রয়েছে বাইশজন গল্পকারের গল্প ও বাইশটি সমীক্ষা। ‘গল্প নিয়ে’ লেখাটি এ সংখ্যার গল্পগুলি নিয়ে একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ। সংকলিত গল্পগুচ্ছের কোনও একটি যদি অভিনবত্বে উত্তীর্ণ হয় তবে তা হবে এ উদ্যোগের বিশেষ প্রাপ্তি।
বর্তমান ‘গল্প ও গল্পকার’ বিষয়ের দিক থেকে নতুন কিছু নয়। ইতিপূর্বে ‘এবং মুশায়েরা’ এ ধরনের সাতটি সংখ্যা প্রকাশ করেছে। সেগুলিতে ছিল সমকালীন প্রায় এক শত গল্পকার। সাম্প্রতিক উপস্থাপন অষ্টম পর্যায়। এতে রয়েছে বাইশজন গল্পকারের গল্প ও বাইশটি সমীক্ষা। ‘গল্প নিয়ে’ লেখাটি এ সংখ্যার গল্পগুলি নিয়ে একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ। সংকলিত গল্পগুচ্ছের কোনও একটি যদি অভিনবত্বে উত্তীর্ণ হয় তবে তা হবে এ উদ্যোগের বিশেষ প্রাপ্তি।