হিউম্যানিজম - শফিকুর রহমান
হিউম্যানিজম কোন নীতির ধার ধারে না। এ কথা সত্য নয়। তা নৈতিকতাকে আবেগের পরিবর্তে যুক্তির উপরে প্রতিষ্ঠিত করতে চায়। যুক্তি না থাকলে নৈতিকতা থাকতে পারে না। মানব-জীবনে যুক্তিবহির্ভূত বিষয় থাকতে পারে, কিন্তু তাকে যুক্তিবিরোধী বা অযৌক্তিক হলে চলবে না। জ্ঞান ও বুদ্ধিচচার সাথে সাথে নীতিচৰ্চা করতে হবে। হিউম্যানিজম মানে ন্যায়কে ভালবাসা, ঔচিত্যের জন্য আকুল আকাঙ্ক্ষা পোষণ করা, ক্ষমাশীলতাকে ভালবাসা, পীড়িতের প্রতি সমবেদনা প্রকাশ করা এবং পীড়ন- যন্ত্রণার কারণ উদঘাটন করে তা বিদূরিত করা, দুর্দশা-বিপদ থেকে মানুষকে উদ্ধার করা, দুর্বলকে সহযোগিতা করা, মানুষের ভুলভ্রান্তিকে ভুলে গিয়ে ক্ষমা করা,লোকহিতার্থে চিন্তা ও কাজ করা, উপকারের কথা স্মরণ রাখা, সত্যকে ভালবাসা, আন্তরিক খাটি ও যত্নবান হওয়া, সৎ কথা বলা, স্বাধীনতাকে প্রেম করা, সকল রকমের দাসত্বের বিরুদ্ধে আপোসহীন যুদ্ধ করে যাওয়া, বন্ধু-বান্ধবী, সঙ্গী-সঙ্গিনী, পতী-পত্নী, সন্তান-সন্ততিকে ভালবাসা, সুখের ঘর তৈরি করা, শিল্পসংস্কৃতি-প্রকৃতির সৌন্দর্যকে ভালবাসা, বুদ্ধি-মনের চর্চা করা, প্রতিভাসম্পন্ন মনীষীদের গুরুত্বপূর্ণ চিন্তার সাথে পরিচিত হওয়া, বিশ্বের সকল মহৎ কর্মের সঙ্গে পরিচিত হওয়া, নিজের বা অপরের সৎ বক্তব্যকে চাপা না রাখা, সাহস, আনন্দ ও প্রফুল্লতার চর্চা করা, অপরকে সুখী করা এবং নিজে সুখী হওয়া, সূক্ষ ও চমৎকার কৌতুকরসবোধ থাকা, সঠিক স্বাভাবিক শুভ বাস্তব ও ব্যবহারিক বুদ্ধি অর্জন করা, মহৎ কাজের উজ্জ্বল দীপ্তিতে জীবনকে ভরে তোলা, জ্ঞানাকাঙ্ক্ষাকে সর্বদা জাগ্রত রাখা, জঠর জ্বালা ও যৌনজ্বালার নিবৃত্তি করা, যুক্তি ও ভালবাসার মূল্য দেয়া ও তাদেরকে জীবনে গ্ৰহণ করা, স্নেহপূর্ণ ও মহৎ কথার উষ্ণতায় জীবনকে সৌন্দর্যান্বিত করা , ভুল-ভ্ৰান্তিকে প্রত্যাখ্যান করা, কুসংস্কারকে ধ্বংস করা, আনন্দের সাথে নতুন সত্যকে গ্রহণ করা, নিরাশা দূর করা এবং আশাকে পালন করা, সর্বোত্তম কাজ করতে যথাসাধ্য চেষ্টা করা, ছোট-বড় সকল বিষয়ে মহত্ত্ব অর্জন করা।
হিউম্যানিজম কোন নীতির ধার ধারে না। এ কথা সত্য নয়। তা নৈতিকতাকে আবেগের পরিবর্তে যুক্তির উপরে প্রতিষ্ঠিত করতে চায়। যুক্তি না থাকলে নৈতিকতা থাকতে পারে না। মানব-জীবনে যুক্তিবহির্ভূত বিষয় থাকতে পারে, কিন্তু তাকে যুক্তিবিরোধী বা অযৌক্তিক হলে চলবে না। জ্ঞান ও বুদ্ধিচচার সাথে সাথে নীতিচৰ্চা করতে হবে। হিউম্যানিজম মানে ন্যায়কে ভালবাসা, ঔচিত্যের জন্য আকুল আকাঙ্ক্ষা পোষণ করা, ক্ষমাশীলতাকে ভালবাসা, পীড়িতের প্রতি সমবেদনা প্রকাশ করা এবং পীড়ন- যন্ত্রণার কারণ উদঘাটন করে তা বিদূরিত করা, দুর্দশা-বিপদ থেকে মানুষকে উদ্ধার করা, দুর্বলকে সহযোগিতা করা, মানুষের ভুলভ্রান্তিকে ভুলে গিয়ে ক্ষমা করা,লোকহিতার্থে চিন্তা ও কাজ করা, উপকারের কথা স্মরণ রাখা, সত্যকে ভালবাসা, আন্তরিক খাটি ও যত্নবান হওয়া, সৎ কথা বলা, স্বাধীনতাকে প্রেম করা, সকল রকমের দাসত্বের বিরুদ্ধে আপোসহীন যুদ্ধ করে যাওয়া, বন্ধু-বান্ধবী, সঙ্গী-সঙ্গিনী, পতী-পত্নী, সন্তান-সন্ততিকে ভালবাসা, সুখের ঘর তৈরি করা, শিল্পসংস্কৃতি-প্রকৃতির সৌন্দর্যকে ভালবাসা, বুদ্ধি-মনের চর্চা করা, প্রতিভাসম্পন্ন মনীষীদের গুরুত্বপূর্ণ চিন্তার সাথে পরিচিত হওয়া, বিশ্বের সকল মহৎ কর্মের সঙ্গে পরিচিত হওয়া, নিজের বা অপরের সৎ বক্তব্যকে চাপা না রাখা, সাহস, আনন্দ ও প্রফুল্লতার চর্চা করা, অপরকে সুখী করা এবং নিজে সুখী হওয়া, সূক্ষ ও চমৎকার কৌতুকরসবোধ থাকা, সঠিক স্বাভাবিক শুভ বাস্তব ও ব্যবহারিক বুদ্ধি অর্জন করা, মহৎ কাজের উজ্জ্বল দীপ্তিতে জীবনকে ভরে তোলা, জ্ঞানাকাঙ্ক্ষাকে সর্বদা জাগ্রত রাখা, জঠর জ্বালা ও যৌনজ্বালার নিবৃত্তি করা, যুক্তি ও ভালবাসার মূল্য দেয়া ও তাদেরকে জীবনে গ্ৰহণ করা, স্নেহপূর্ণ ও মহৎ কথার উষ্ণতায় জীবনকে সৌন্দর্যান্বিত করা , ভুল-ভ্ৰান্তিকে প্রত্যাখ্যান করা, কুসংস্কারকে ধ্বংস করা, আনন্দের সাথে নতুন সত্যকে গ্রহণ করা, নিরাশা দূর করা এবং আশাকে পালন করা, সর্বোত্তম কাজ করতে যথাসাধ্য চেষ্টা করা, ছোট-বড় সকল বিষয়ে মহত্ত্ব অর্জন করা।