
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'ম্যাডাম ও মহাশয়' উপন্যাস জীবনের জটিল সব ডালপালা। শেষ পর্যন্ত বাবা রজতশুভ্রর খোঁজ পাবে কি সুমিত ? বুধাদিত্য কি মোহময়ী নন্দিনীর চক্রান্তে খুন হবে শেষ পর্যন্ত ? কার জন্যে শরীরে শিহরণ জাগে আয়ুষ্মানের ? টানটান এক উত্তেজনা শেষ পর্যন্ত মানসপটে তোলে এক বিচিত্র হিল্লোল। মানবমনের সমস্ত জটিল পথের শেষে তবুও অপেক্ষা করে থাকে চিরন্তন এক মঙ্গলঘট।
বইটি পড়তে এখানে ক্লিক করুন