Ticker

6/recent/ticker-posts

ম্যাডাম ও মহাশয় - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

সুমিতের বাবা রজতশুভ্র একবছর আগে এক ভোরবেলা নিরুদ্দেশ হয়ে যান। সুমিত গোয়েন্দা বৈদূর্যকে নিয়োগ করেছে বাবার নিরুদ্দেশ-রহস্যের উন্মোচনে।বৈদূর্য তেমন সফল হয়নি, তবে তাঁর ধারণা সুমিতের মেয়ে মিমি সব জানে। গোপাল সেনের পরামর্শে গরীব, মেধাবী আয়ুষ্মানের নতুন নাম হয় জোয়ার। সুমিতের গাড়ি চালানোর কাজ পায় সে। ওদিকে গোপাল সেনের বউ নন্দিনী বুধাদিত্যকে খুন করার জন্যে লোক ভাড়া করে।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'ম্যাডাম ও মহাশয়' উপন্যাস জীবনের জটিল সব ডালপালা। শেষ পর্যন্ত বাবা রজতশুভ্রর খোঁজ পাবে কি সুমিত ? বুধাদিত্য কি মোহময়ী নন্দিনীর চক্রান্তে খুন হবে শেষ পর্যন্ত ? কার জন্যে শরীরে শিহরণ জাগে আয়ুষ্মানের ? টানটান এক উত্তেজনা শেষ পর্যন্ত মানসপটে তোলে এক বিচিত্র হিল্লোল। মানবমনের সমস্ত জটিল পথের শেষে তবুও অপেক্ষা করে থাকে চিরন্তন এক মঙ্গলঘট।   

বইটি পড়তে এখানে ক্লিক করুন