Ticker

6/recent/ticker-posts

জারোয়াদের দেশে - জয়ন্ত সরকার

amarboi
জারোয়াদের দেশে
লেখক: জয়ন্ত সরকার

আন্দামানের অধিবাসী, বিশেষত জারোয়াদের সম্বন্ধে ইদানিং মাঝে মধ্যেই নানা রকমের সংবাদ বা লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ পাচ্ছে। ভারতবর্ষের বুকে এক অতি প্রাচীন সংস্কৃতির ধারক ও বাহক জারোয়াদের কাছ থেকে দেখে কৌতুহল নিরসনের জন্য আজকাল বহু মানুষ পাড়ি দিচ্ছেন আন্দামানে। অতীতের মত এখনও এঁদের অনেকের মুখে মুখে ছড়িয়ে পড়ছে এই সুপ্রাচীন সভ্যতার বাহক মানুষগুলির সম্পর্কে বহু চিত্তাকর্ষক কাহিনী। আগের মতই যা বহুলাংশে বিভ্রান্তিকর।
জারোয়া এবং স্বল্প সংখ্যার আরো তিনটি আন্দামানের 'নেগ্রীটো' আদিবাসী, 'গ্রেট আন্দামানী', 'ওঙ্গি', 'সেন্টিনেলি'দের আধুনিক সভ্যতার অসহনীয় চাপের মুখে নিজেদের অস্তিত্ব রক্ষার অসম লড়াইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং নৃতাত্ত্বিক হিসেবে বেশ ক'য়েক বছর এঁদের খুব কাছ থেকে পর্যবেক্ষণের আধারে লেখকের প্রথম লেখা 'নৃতাত্বিকের চোখে আন্দামান' প্রথম প্রকাশ পায় ১৯৯৯ সালে। সেই সময় থেকেই জারোয়াদের দেশে পরিস্থিতির অতি দ্রুত পরিবর্তন ঘটতে থাকে। পরম্পরাগত বৈরিতা সরিয়ে জারোয়ারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় বাইরের মানুষের দিকে। পরিবর্তনের অবস্থাটি ধারাবাহিকভাবে তুলে ধরার স্বার্থে প্রথম প্রকাশের লেখা অপরিবর্তিত রেখে পরিবর্তিত পরিস্থিতির নৃতাত্বিক বিবরণ সম্বলিত পরিবর্দ্ধিত সংস্করণ এই গ্রন্থটি। জারোয়াদের নিত্ত নৈমিত্তিক জীবনধারার কয়েকটি বহুমূল্য ছবি গ্রন্থটিকে অন্য মাত্রা দিয়েছে।