কুসুমকুমারী দাসের কবিতা
বরিশাল ব্রাহ্মসমাজের মুখপত্র 'ব্ৰহ্মবাদী' পত্রিকা (প্রথম প্ৰকাশ: বৈশাখ, ১৩০৬ বঙ্গাব্দ) প্রকাশিত হয়েছিল দীর্ঘকাল। সেই পত্রিকায় জীবনানন্দের পিতা সত্যানন্দ এবং মাতা কুসুমকুমারীর অনেক লেখা প্রকাশিত হয়েছিল-তাদের সম্পর্কে অনেক সংবাদ সেখানে লিপিবদ্ধ আছে। কুসুমকুমারী তার সমকালের কবি হিসাবে যথেষ্ট পরিচিত ছিলেন। যদিও তার কোনো কবিতা-সংকলন প্রকাশিত হয়েছিল বলে মনে হয় না। “আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে।”-এই প্রবাদপ্রতিম পংক্তিদুটি আমাদের কাছে বহু-পরিচিত। কিন্তু এখনও অনেকে মনে করতে পারেন না। এই কবিতার রচয়িত্রীর নাম। তিনিই কুসুমকুমারী। কেবল কবি নন-ব্ৰাহ্মা-সমাজের এক সক্রিয় কর্মী, সু-শিক্ষিতা, বিশিষ্ট এক ব্যক্তিত্বের অধিকারী।
বরিশাল ব্রাহ্মসমাজের মুখপত্র 'ব্ৰহ্মবাদী' পত্রিকা (প্রথম প্ৰকাশ: বৈশাখ, ১৩০৬ বঙ্গাব্দ) প্রকাশিত হয়েছিল দীর্ঘকাল। সেই পত্রিকায় জীবনানন্দের পিতা সত্যানন্দ এবং মাতা কুসুমকুমারীর অনেক লেখা প্রকাশিত হয়েছিল-তাদের সম্পর্কে অনেক সংবাদ সেখানে লিপিবদ্ধ আছে। কুসুমকুমারী তার সমকালের কবি হিসাবে যথেষ্ট পরিচিত ছিলেন। যদিও তার কোনো কবিতা-সংকলন প্রকাশিত হয়েছিল বলে মনে হয় না। “আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে।”-এই প্রবাদপ্রতিম পংক্তিদুটি আমাদের কাছে বহু-পরিচিত। কিন্তু এখনও অনেকে মনে করতে পারেন না। এই কবিতার রচয়িত্রীর নাম। তিনিই কুসুমকুমারী। কেবল কবি নন-ব্ৰাহ্মা-সমাজের এক সক্রিয় কর্মী, সু-শিক্ষিতা, বিশিষ্ট এক ব্যক্তিত্বের অধিকারী।