মানুষের মুখ - বুলবুল চৌধুরী
কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর কথা বলছি।
মানুষে মানুষে যে বৈচিত্র্য বা তফাৎ তা ধরতে পারার ভেতর দিয়েও একজন লেখক তার পৃথিবী বড় করে তুলতে পারেন। যেমনটা বুলবুল চৌধুরীর মধ্যে দেখা যায়। চরিত্রের পরতে পরতে সুঁই ফুটিয়ে বুননে বুননে অপরূপ এক নক্শি মেলে ধরেছেন তিনি আমাদের বাংলা সাহিত্যে।
কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর কথা বলছি।
মানুষে মানুষে যে বৈচিত্র্য বা তফাৎ তা ধরতে পারার ভেতর দিয়েও একজন লেখক তার পৃথিবী বড় করে তুলতে পারেন। যেমনটা বুলবুল চৌধুরীর মধ্যে দেখা যায়। চরিত্রের পরতে পরতে সুঁই ফুটিয়ে বুননে বুননে অপরূপ এক নক্শি মেলে ধরেছেন তিনি আমাদের বাংলা সাহিত্যে।