উল্লাসকর দত্ত বাঙ্গালী সশস্ত্র বিপ্লবীদের মধ্যে অতি পরিচিত একটি নাম..১৯০৮ সালের মুরারীপুকুরে ধরা পড়েন বারীন ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখদের সাথে..আলীপুর বোমার মামলায় যে কয়জন বিপ্লবীর ফাঁসির আদেশ হয়েছিল, তাঁদের মধ্যে ইনিও ছিলেন..আপীলে ফাঁসীর দণ্ডাদেশ রদ হলেও তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয় আন্দামানে..সেখানে কারান্তরালে অতিরিক্ত অত্যাচারে তিনি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন..পরে অবশ্য সুস্থ হন..
উল্লাসকর দত্তের আত্মজীবনী 'আমার কারাজীবনী'
ধন্যবান্তেঃ সুমন বিশ্বাস।
উল্লাসকর দত্তের আত্মজীবনী 'আমার কারাজীবনী'
ধন্যবান্তেঃ সুমন বিশ্বাস।