Ticker

6/recent/ticker-posts

নির্বাচিত কবিতা - বীরেন্দ্র চট্টোপাধ্যায়

নির্বাচিত কবিতা - বীরেন্দ্র চট্টোপাধ্যায়
নির্বাচিত কবিতা - বীরেন্দ্র চট্টোপাধ্যায়

কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। তিনি জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার ঢাকা জেলার বিক্রমপুরে। তাঁর স্কুল ও কলেজ ছাত্রজীবন কাটে কলকাতার রিপন স্কুল ও কলেজে। তাঁর প্রথম জীবনে তিনি স্বাধীনতা সংগ্রামী অনুশীলন দলের সঙ্গে ও পরে বাংপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রেম, প্রকৃতি, চার পাশের মানুষ, সামাজিক আন্দোলন, ইত্যাদি তাঁর কবিতার মূল উপকরণ। তাঁর কাব্যকে ঘিরে আছে তীব্র সচেতনতা ও দায়বদ্ধতা। সমাজতন্ত্রের উপর বিশ্বাস এবং আস্থা তার কবিতা এবং জীবনকে নিয়ন্ত্রণ করেছে। ওই দৃঢ় বিশ্বাস এর জন্যই তাঁর রাজনৈতিক আন্দোলনে প্রত্যখ্য যোগদান, জেল যাত্রা এবং কবিতা। এই বিশ্বাস থেকেই তাঁর দলের সঙ্গে মত বিরোধ এবং নিজেকে দল থেকে সরিয়ে আনা। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে - গ্রহচ্যুত (১৯৪২), রাণুর জন্য (১৯৫২), লখিন্দর (১৯৫৬), ভিসা অফিসের সামনে (১৯৬৭), মহাদেবের দুয়ার (১৯৬৭), মানুষের মুখ (১৯৬৯), ভিয়েতনাম; ভারতবর্ষ (১৯৭৪), আমার যজ্ঞের ঘোড়া : জানুয়ারি (১৯৮৫)। এ ছাড়া তিনি অনেক কাব্যগ্রন্থ অনুবাদ করেছেন। তাঁর সম্পাদিত কাব্য সংকলনের মধ্যে রয়েছে "ব্রাত্য পদাবলী" (১৯৮০)।