বিমল রায়ের শ্রেষ্ঠ গল্প
“বিমল রায়ের শ্রেষ্ঠ গল্প” সংকলনে জীবনবোধেব তুলনায় মানুষেব সুখ-দুঃখ, হাসি-কান্না, চাওয়া পাওয়া, প্ৰেম-ভালবাসা, আশা-নিরাশা ও ছিলনার প্রাধান্য বেশী। চরিত্র চিত্রণে লেখক কল্পনার চেয়ে অভিজ্ঞতাকে বেশী মাত্রায় কাজে লাগিয়েছেন । তিনি যা দেখেন ও বোঝেন তা সরাসরি তার কলমে বেরিযে আসে। কোথাও কষ্ট কল্পনা নেই। মেকী আদর্শের কচকচানি নেই। অশ্লীলতা নেই দুৰ্বোধ্যতা নেই ও অবোধ্যতাও নেই। এবং গল্প লেখার জন্য লেখক সাজিয়ে গুছিয়ে বসেনও নি কখনো ।
“বিমল রায়ের শ্রেষ্ঠ গল্প” সংকলনে জীবনবোধেব তুলনায় মানুষেব সুখ-দুঃখ, হাসি-কান্না, চাওয়া পাওয়া, প্ৰেম-ভালবাসা, আশা-নিরাশা ও ছিলনার প্রাধান্য বেশী। চরিত্র চিত্রণে লেখক কল্পনার চেয়ে অভিজ্ঞতাকে বেশী মাত্রায় কাজে লাগিয়েছেন । তিনি যা দেখেন ও বোঝেন তা সরাসরি তার কলমে বেরিযে আসে। কোথাও কষ্ট কল্পনা নেই। মেকী আদর্শের কচকচানি নেই। অশ্লীলতা নেই দুৰ্বোধ্যতা নেই ও অবোধ্যতাও নেই। এবং গল্প লেখার জন্য লেখক সাজিয়ে গুছিয়ে বসেনও নি কখনো ।