একজন কমলালেবু - শাহাদুজ্জামান
বরিশালের নদী, জোনাকি ছেড়ে তাঁকে পা রাখতে হয়েছে আদিম সাপের মত ছড়িয়ে থাকা কলকাতার ট্রামলাইনের ওপর। পৃথিবীর দিকে তিনি তাকিয়েছেন বিপন্ন বিস্ময়ে। বলেছেন সন্ধ্যার সব নদী ঘরে ফিরলে থাকে অন্ধকার এবং মুখোমুখি বসবার নাটোরের এক নারী। জানিয়ে দিয়েছেন জ্যোৎস্নায় ঘাইহরিণীর ডাকে ছুটে আসা, শিকারীর গুলিতে নিহত হরিণের মত আমরা সবাই। সস্তা বোর্ডিংয়ে উপার্জনহীনভাবে দিনের পর দিন কুঁচো চিংড়ি খেয়ে থেকেছেন। তবু পশ্চিমের মেঘে দেখেছেন সোনার সিংহ। পিঁপড়ার মত গুটি গুটি অক্ষরে হাজার হাজার পৃষ্ঠা ভরেছেন কবিতা, গল্প, উপন্যাস, ডায়েরি লিখে। সেগুলোর সামান্য শুধু জনসমক্ষে এনেছেন জাদুকরের রুমালের মত, বাকিটা গোপনে তালাবন্দী করে রেখেছেন কালো ট্রাঙ্কে।
বাংলা সাহিত্যের প্রহেলিকাময় এই মানুষ জীবনানন্দ দাশের সঙ্গে এক নিবিড় বোঝাপড়ায় লিপ্ত হয়েছেন এ সময়ের শক্তিমান কথাসাহিত্যিক শাহাদুজ্জামান তাঁর একজন কমলালেবু উপন্যাসে।
নিচের ৪টি আলোচনা নিসন্দেহে পাঠককে সমৃদ্ধ করবে।
শাহাদুজ্জামানের একজন কমলালেবু - যুগান্তর
একজন কমলালেবু : শাহাদুজ্জামানের কষ্টিপাথর - জাগো নিউজ ২৪
ভুল স্বীকারের অপারগতা এবং ‘একজন কমলালেবু’ - লীনা দিলরুবা
লীনা দিলরুবার লেখার প্রতিক্রিয়ায় শাহাদুজ্জামান
শাহাদুজ্জামানের একজন কমলালেবু - যুগান্তর
একজন কমলালেবু : শাহাদুজ্জামানের কষ্টিপাথর - জাগো নিউজ ২৪
ভুল স্বীকারের অপারগতা এবং ‘একজন কমলালেবু’ - লীনা দিলরুবা
লীনা দিলরুবার লেখার প্রতিক্রিয়ায় শাহাদুজ্জামান