মুসলিম-মানস ও বাংলা সাহত্য (১৭৫৭ - ১৯১৮) - আনিসুজ্জামান
মুসলিম মানস ও বাংলা সাহিত্য আনিসুজ্জামানের প্রথম বই, কিন্তু সাড়া-জাগানো রচনা। সামাজিক ইতিহাসের পটভূমিকায় এতে বাঙালি মুসলমানদের সাহিত্যকর্মের (১৭৫৭-১৯১৮) আলোচনা আছে। অনেক অজ্ঞাতপূর্ব তথ্য সাজানোর সঙ্গে সঙ্গে ভাষা ও সাহিত্য, ইতিহাস ও ধর্ম, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে সে-সময়ের লেখকদের ভাবনা এতে উদ্ঘাটিত হয়েছে। সে-সকল ভাবনার যে সুদূরপ্রসারী তাৎপর্য ছিল, এ-বই পড়ে দাও বোঝা যায়।
মুসলিম মানস ও বাংলা সাহিত্য আনিসুজ্জামানের প্রথম বই, কিন্তু সাড়া-জাগানো রচনা। সামাজিক ইতিহাসের পটভূমিকায় এতে বাঙালি মুসলমানদের সাহিত্যকর্মের (১৭৫৭-১৯১৮) আলোচনা আছে। অনেক অজ্ঞাতপূর্ব তথ্য সাজানোর সঙ্গে সঙ্গে ভাষা ও সাহিত্য, ইতিহাস ও ধর্ম, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে সে-সময়ের লেখকদের ভাবনা এতে উদ্ঘাটিত হয়েছে। সে-সকল ভাবনার যে সুদূরপ্রসারী তাৎপর্য ছিল, এ-বই পড়ে দাও বোঝা যায়।