Ticker

6/recent/ticker-posts

আবদুল মান্নান সৈয়দের শ্রেষ্ঠ কবিতা

আবদুল মান্নান সৈয়দের শ্রেষ্ঠ কবিতা
আবদুল মান্নান সৈয়দের শ্রেষ্ঠ কবিতা
ছর পঁচিশের (১৯৬১-৮৬) কবিতাচর্চার ধারাবাহিক একটি পরিচয় রইলাে এই সংগ্রহে।
তাঁর প্রথম কবিতাগ্রন্থ “জন্মান্ধ কবিতাগুচ্ছ”-এ কবিতা গৃহীত হয়েছিলাে ১৯৬১ থেকে। 'সােনার হরিণ' তারও আগেকার, তাঁর প্রথম প্রকাশিত কবিতা— অবিকল রাখা হলো। আর-সব কবিতাও তাই খুব সামান্য ছাড়া পরিশােধন করেননি তিনি। কবিতার পরিশােধনে তিনি বিশ্বাস করেন না। 'কাব্যনাট্য' শিরােনামে যে-তিনটি রচনা গৃহীত হলাে, সেখানে কালের ক্রমভঙ্গ করা হয়েছে। ‘বিশ্বাসের তরু’ কাব্যনাট্যের বেতারে সম্প্রচারিত পাঠ এখানে মুদ্রিত – মূল পাঠ “নির্বাচিত কবিতা" গ্রন্থে ধরা আছে। ১৯৮৫ সালে প্রায় অধিকৃতভাবে লিখেছিলেন একগুচ্ছ সনেট, তা থেকে বিয়াল্লিশটি সনেট এখানে আশ্রয় পেলাে। তার পরের দুটি কবিতা, ১৯৮৬ সালে লেখা, ‘পরবর্তী কবিতা’ নামে ছাপা হলাে। 'একীর্ণ কবিতা' বিভিন্ন সময়ের অগ্রন্থিত কবিতার একটি। গুচ্ছ। সংগ্রহভুক্ত করতে গিয়ে দেখা গেলাে মাঝে-মাঝেই কবিতা লিখেছেন ‘তুমি' নামে, আলাদা করার জন্যে সংখ্যক্রমে চিহ্নিত করা হলাে এগুলিকে। বলা বাহুল্য, এগুলাে কবিতা হিশাবে প্রত্যেকটি স্বতন্ত্র ও স্বরাট। ‘শ্রেষ্ঠ কবিতা' নামটি প্রচলিত অর্থেই ব্যবহার করা হয়েছে এখানে। শ্রেষ্ঠ কবিতা সমগ্র কবিতাসংগ্রহ নয়—কবির পরিচয় তার। সমগ্র কবিতায় এমনকি সমগ্র রচনায়। আর এ একজন চলিষ্ণু কবিরই চলিষ্ণুতার একাংশ। স্রোত, কিন্তু সম্পূর্ণ নদী নয়। এসব দিক থেকে এ বই অসম্পূর্ণ। এই সঞ্চয়িতায় আছে কেবল কবিতালিপ্ত একজনের পঁচিশ বছরের আবেগী মননী হৃদয়ের উৎসারণ, পৃথিবীতে এই সংক্ষিপ্ত কিন্তু আশ্চর্য ভ্রমণের একটি কৃতজ্ঞ আম্র শ্রদ্ধার্ঘ্য।