Ticker

6/recent/ticker-posts

ইওহিপ্পাস ও একটি ক্ষেত্রফল - বুদ্ধদেব হালদার

ইওহিপ্পাস ও একটি ক্ষেত্রফল - বুদ্ধদেব হালদার
ইওহিপ্পাস ও একটি ক্ষেত্রফল - বুদ্ধদেব হালদার

বই পরিচিতি – ‘ইওহিপ্পাস ও একটি ক্ষেত্রফল’ এক ফর্মার একটি দীর্ঘ কবিতার বই। এই সময়ের বাংলা কবিতায় ক্ষমতাকে ছিনেজোঁকের মতো জাপটে ধরে থাকা লবি ও দলবাজির বিরুদ্ধে খোদাই করা এক নির্মম সত্য। ‘কৃত্তিবাস’ পত্রিকার বইমেলা ২০১৮ সংখ্যায় সর্বপ্রথম এই দীর্ঘ কবিতার খণ্ডাংশ প্রকাশিত হয়। এরপর এটি সরাসরি কলকাতা বইমেলা চলাকালীন বই হিসেবে প্রকাশ করেন কবিতাপাক্ষিক প্রকাশনা। বইটি কবিতা-পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করায়। মূলত ক্ষমতার শীর্ষে থাকা সিংহাসন ও এক তরুণ কবির কলম, উঠে আসা শাশ্বত প্রশ্ন ও ক্ষমতার বিরুদ্ধে কবিতাযাপন, এই বিষয়গুলিকেই প্রাধান্য দেওয়া হয়েছে বলে মনে করেন অনেক সমালোচকই। তবে, এ লেখাকে একটি বিশেষ সময়ের দলিল হিসেবে গড়ে তুলেছেন কবি। প্রথম দশকের পরিচিত মুখ তরুণ কবি বুদ্ধদেব হালদারের বহু আলোচিত ও সমালোচিত এই বইটি সমস্ত পাঠকের কাছে শেষ পর্যন্ত একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। যার উত্তর গাঁথা আছে ইয়োসিন যুগের অন্ধকারে। চলুন পর্যবেক্ষণ করা যাক।

লেখক পরিচিতি: জন্ম ২০ জানুয়ারি ১৯৮৮ হুগলি জেলার কোন্নগরে। শৈশবে সাহিত্য চর্চার হাতেখড়ি ঘটে বড়দা সুকুমার হালদারের কাছে। বাঁকুড়ার জনপ্রিয় পত্রিকা ‘বাংলার আভাষ’ এ তাঁর প্রথম কবিতা ‘রবীন্দ্রনাথ’ প্রকাশিত হয় ২০০৬ সালে। এরপর দীর্ঘ প্রস্তুতি নিয়ে তিনি প্রায় ছ’ বছর পর আত্মপ্রকাশ করেন। ২০১২ সাল থেকে তিনি নিয়মিত রূপে লেখা শুরু করেন কৃত্তিবাস, শিলাদিত্য, তথ্যকেন্দ্র, দেশ, বৃষ্টিদিন, কবিতাপাক্ষিক সহ পশ্চিমবঙ্গের বহু জনপ্রিয় পত্রিকায়। প্রথম কাব্যগ্রন্থ ‘গাছেদের bio-data’ (২০১৫) পাঠকের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্যতা অর্জন করেছিল। এরপর ত্রয়ী প্রেমের কাব্যগ্রন্থ ‘Love ক্যাপুচিনো’ (২০১৭) বইটি বহুমুখে আলোচিত ও প্রশংসিত হয়। এবং সর্বোপরি ২০১৮ তে প্রকাশিত ‘ইওহিপ্পাস ও একটি ক্ষেত্রফল’ বইটি আরও একবার তাঁকে তুমুল সমালোচনার সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রথম দশকের উঠতি তরুণ কবি হিসেবে তিনি পশ্চিমবঙ্গের বিশেষ পরিচিত একটি নাম। সম্প্রতি কবিতার পাশাপাশি তিনি সমান দক্ষতায় গদ্য লিখতে শুরু করেছেন। তাঁর লেখা বেশিরভাগ গদ্যই মূলত বিভিন্ন দৈনিক সংবাদ পত্রের পাতায় প্রকাশিত হয়ে থাকে।