Ticker

6/recent/ticker-posts

রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি - বদরুদ্দীন উমর

amarboi
রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি
বদরুদ্দীন উমর

মুখবন্ধে বদরুদ্দীন উমর লিখেছেন...
রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদির ওপর ২০১০ সালে লিখিত ও প্রকাশিত কতকগুলি প্রবন্ধ নিয়ে এই সংকলন। এখানে যেসব ঘটনা ও সমস্যা বিষয়ে আলােচনা করা হয়েছে তার দ্বারা এই সময়ের বাঙলাদেশের ইতিহাসের সাথে পাঠক যাতে পরিচিত হতে পারেন সেই উদ্দেশ্যেই এগুলাে এখানে এভাবে সংকলিত হলাে। বাঙলাদেশ তার জন্মকাল থেকেই অনেক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে দ্রুত অগ্রসর হচ্ছে। দেশটির এই যাত্রাপথে বাঙলাদেশের নতুন শাসক শ্রেণী উৎপাদন ও সম্পদ সৃষ্টির ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করলেও শুধু এর ছিটে-ফোটা অন্যদের কাছে পৌছানাে ও সাধারণভাবে দেশের বিপুল অধিকাংশ মানুষ শুধু যে অর্জিত সম্পদের সুষম বণ্টন থেকে বঞ্চিত হচ্ছেন তাই নয়, তাদের ওপর অনেক নির্যাতনও শাসক শ্রেণীর দ্বারা হচ্ছে। বাঙলাদেশের মত শ্রেণীবিভক্ত সমাজে এটাই স্বাভাবিক। বিক্ষিপ্ত এবং অসংগঠিতভাবে জনগণ এ সবের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরােধ করছেন। সাধারণভাবে সমাজে ও শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে যে পরিবর্তন দেখা যাচ্ছে ও সূচিত হচ্ছে সেগুলাের ওপরই এই সংকলনে অন্তর্ভুক্ত প্রবন্ধগুলাে লেখা হয়েছে।
আশা করি এর মধ্যে পাঠকগণ শুধু যে ২০১০ সালের ঘটনাবলী ও পরিস্থিতির সাথে পরিচিত হতে পারবেন তাই নয়, বাঙলাদেশ রাষ্ট্রের চরিত্রের সাথেও তাদের পরিচয় হবে।