গাছেদের bio-data - বুদ্ধদেব হালদার
‘গাছেদের bio-data’ সম্পর্কে কবি সৌম্যজিত আচার্য লিখেছিলেন, ‘বুদ্ধদেবের কবিতা আসলে সেডিমেন্টারি রকের ওপর থেঁতলে যাওয়া ফুল’ ( ভাষানগর পত্রিকা, ২০১৬) । প্রথম দশকের
উল্লেখযোগ্য কবি বুদ্ধদেব হালদারের কবিতার ভাষা শুরু থেকেই একটা পৃথক বৈশিষ্ঠ নিয়ে পাঠকের সামনে আবির্ভূত হয়েছে। তার কবিতাকে কেউ বলেছেন, ‘অশ্লীল’। কেউ বলেছেন, ‘বড্ড ঝাঁঝালো’। আবার কেউবা, ‘কিশোর আত্মার বিস্ফোরণ’ হিসেবে উল্লেখ করেছেন। কাব্যের প্রথাগত ভাষা ও শৈলীর টুঁটি টিপে ধরে এক নতুন রীতি খুঁজতে সক্ষম হয়েছিলেন তিনি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘গাছেদের bio-data’ বইটিতে। ২০১৫ তে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয়েছিল এই বই। প্রথম বইতেই নিজস্ব এক স্টাইলকে খুঁজে পেয়েছিলেন তিনি। এ বই তরুণদের মধ্যে প্রভূত জনপ্রিয়তা অর্জন করে। প্রায় ১৭ টি পত্রিকায় বইটি নিয়ে আলোচনা করা হয়। কোনো কোনো সমালোচক ‘আবেগের বাড়াবাড়ি’ খুঁজে পেলেও, সেটিকে এ বইয়ের ‘বাড়তি অলঙ্কার’ হিসেবে উল্লেখ করেছেন। কবির প্রথম কাব্যগ্রন্থ হিসেবে বইটি যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততোটাই প্রথম দশকের একটি উল্লেখযোগ্য বই হিসেবে এটিকে মর্যাদা দেওয়া হয়। কবিতাপাগল ছেলেমেয়েদের জন্য বইটির পিডিএফ ভার্সন অনলাইনে উন্মুক্ত করা হলো।
‘গাছেদের bio-data’ সম্পর্কে কবি সৌম্যজিত আচার্য লিখেছিলেন, ‘বুদ্ধদেবের কবিতা আসলে সেডিমেন্টারি রকের ওপর থেঁতলে যাওয়া ফুল’ ( ভাষানগর পত্রিকা, ২০১৬) । প্রথম দশকের
উল্লেখযোগ্য কবি বুদ্ধদেব হালদারের কবিতার ভাষা শুরু থেকেই একটা পৃথক বৈশিষ্ঠ নিয়ে পাঠকের সামনে আবির্ভূত হয়েছে। তার কবিতাকে কেউ বলেছেন, ‘অশ্লীল’। কেউ বলেছেন, ‘বড্ড ঝাঁঝালো’। আবার কেউবা, ‘কিশোর আত্মার বিস্ফোরণ’ হিসেবে উল্লেখ করেছেন। কাব্যের প্রথাগত ভাষা ও শৈলীর টুঁটি টিপে ধরে এক নতুন রীতি খুঁজতে সক্ষম হয়েছিলেন তিনি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘গাছেদের bio-data’ বইটিতে। ২০১৫ তে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয়েছিল এই বই। প্রথম বইতেই নিজস্ব এক স্টাইলকে খুঁজে পেয়েছিলেন তিনি। এ বই তরুণদের মধ্যে প্রভূত জনপ্রিয়তা অর্জন করে। প্রায় ১৭ টি পত্রিকায় বইটি নিয়ে আলোচনা করা হয়। কোনো কোনো সমালোচক ‘আবেগের বাড়াবাড়ি’ খুঁজে পেলেও, সেটিকে এ বইয়ের ‘বাড়তি অলঙ্কার’ হিসেবে উল্লেখ করেছেন। কবির প্রথম কাব্যগ্রন্থ হিসেবে বইটি যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততোটাই প্রথম দশকের একটি উল্লেখযোগ্য বই হিসেবে এটিকে মর্যাদা দেওয়া হয়। কবিতাপাগল ছেলেমেয়েদের জন্য বইটির পিডিএফ ভার্সন অনলাইনে উন্মুক্ত করা হলো।