Ticker

6/recent/ticker-posts

সঞ্জীব-বিচিত্রা

সঞ্জীব-বিচিত্রা - সঞ্জীব চট্টোপাধ্যায়
সঞ্জীব-বিচিত্রা
সঞ্জীব চট্টোপাধ্যায়

৫৪টি বইয়ের সমাহার

সঞ্জীব চট্টোপাধ্যায় লেখার বিষয় বহুবিস্তৃত। তবু যদি নির্দিষ্ট দিকের উল্লেখ করতেই হয়, বলতে হবে রম্যরচনা এবং ধর্ম-সংক্রান্ত রচনায় তিনি সবচেয়ে আয়াসহীন, এই দুই ধারায় তাঁর কলমের জোর সবচেয়ে বেশি। বেশ কিছু স্মরণীয় কিশোরগ্রন্থেরও রচয়িতা তিনি। ‘বইয়ের দেশ’-এ পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে সঞ্জীব চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘আমি লেখক নই, আমি পাঠক। আমি নিজেকে পাঠ করি, পাঠকের মন পাঠ করি। নিজের সম্বন্ধে আমার ভেতরে একটা অ্যাসেসমেন্ট চলতেই থাকে। কাগজ-কলম নিয়ে বসলেই নিজেকে মাপতে থাকি—কতটা আমার পৌরুষ, কতটা ঈশ্বরদত্ত ক্ষমতা, কতটা গুরুজনদের আশীর্বাদ—যার জোরে লেখাটা উতরোবে, পাঠক গ্রহণ করবে। সৃষ্টি নিয়ে কেরদানি করার কোনও জায়গা নেই।’ পাঠকের কাছে তাঁকে নতুন করে প্রমাণ করার আর কিছু নেই, ‘সঞ্জীব-বিচিত্রা’ বরং কয়েকটি জনপ্রিয়/অল্পজ্ঞাত রচনাকে পাঠকের সামনে তুলে ধরার এক প্রয়াস।

Chhagal https://amarboi.net/d/1sUhSaBmOkXO4p9pliKgj0ngnerZfcdsp