আমার ঢাকা
শামসুর রাহমান
সংকলন ও সম্পাদনা
পিয়াস মজিদ
কবি শামসুর রাহমানের ঢাকার স্মৃতিগুলোকে গ্রন্থিত করে কবি পিয়াস মজিদ পাঠকদের ভালোবাসায় আবদ্ধ করলেন। আসুন দেখি কি আছে এই বইয়ে। পিয়াসের ভাষায়, "শামসুর রাহমানের ঢাকা-বিষয়ক মুক্তগদ্যগুলাে একটি বইয়ের মলাটে আবদ্ধ করার পরিকল্পনা প্রথম আলাে সম্পাদক এবং শামসুর রাহমানের প্রিয় সুহৃদ মতিউর রহমানের। তারই নিরন্তর তাগাদায় রাহমানের ঢাকাকেন্দ্রিক গদ্য সংগ্রহ ও সংকলন শুরু করতে গিয়ে দেখি ঢাকাকে কেন্দ্র-প্রেক্ষাপটে রেখে লেখা তাঁর কবিতার সংখ্যাও কম নয়। তার আশেক লেন ও শ্যামলীর বাড়ি, তারুণ্য-যৌবনের আড়স্থান বিউটি বাের্ডিং ও মধুর ক্যানটিন, প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ, গণ-আন্দোলন ও গণযুদ্ধের আভায় স্নাত গেরিলা শহর, ঢাকায় আটকে পড়া বিহারি শরণার্থী ইত্যাদি প্রসঙ্গে-অনুষঙ্গে ভাস্বর তার রাজসিক কবিতাভুবন। সঙ্গে আছে এই 'মাতােয়ালা রাইত'-এর মতাে ঢাকাই বােলচালে ভরপুর কাব্যকথার নিরুপম নিদর্শন।...এই ঢাকায় কবি দেখেছেন দাঙ্গা, দুর্ভিক্ষ, দেশভাগ, ভাষা আন্দোলন, গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এসবের অভিঘাত বিপুলভাবে উপচে পড়েছে তার কবিতাজগতে। ঢাকা এবং শামসুর রাহমানের কবিতা ক্রমাগত হয়ে উঠেছে এক ও অবিভাজ্য। আসাদ চৌধুরী ভুল বলেননি--যেমন জেমস জয়েসের ডাবলিন, যেমন নাগিব মাহফুজের কায়রাে, যেমন ওরহান পামুকের ইস্তাম্বুল, যেমন সুনীল গঙ্গোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায়ের কলকাতা তেমন শামসুর রাহমানের ঢাকা। বইটিতে বোনাস হিসেবে রয়েছে কবির একগুচ্ছ আলোকচিত্র। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন রফিকুন নবী। মূল্য ২৮০ টাকা।
শামসুর রাহমান
সংকলন ও সম্পাদনা
পিয়াস মজিদ
কবি শামসুর রাহমানের ঢাকার স্মৃতিগুলোকে গ্রন্থিত করে কবি পিয়াস মজিদ পাঠকদের ভালোবাসায় আবদ্ধ করলেন। আসুন দেখি কি আছে এই বইয়ে। পিয়াসের ভাষায়, "শামসুর রাহমানের ঢাকা-বিষয়ক মুক্তগদ্যগুলাে একটি বইয়ের মলাটে আবদ্ধ করার পরিকল্পনা প্রথম আলাে সম্পাদক এবং শামসুর রাহমানের প্রিয় সুহৃদ মতিউর রহমানের। তারই নিরন্তর তাগাদায় রাহমানের ঢাকাকেন্দ্রিক গদ্য সংগ্রহ ও সংকলন শুরু করতে গিয়ে দেখি ঢাকাকে কেন্দ্র-প্রেক্ষাপটে রেখে লেখা তাঁর কবিতার সংখ্যাও কম নয়। তার আশেক লেন ও শ্যামলীর বাড়ি, তারুণ্য-যৌবনের আড়স্থান বিউটি বাের্ডিং ও মধুর ক্যানটিন, প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ, গণ-আন্দোলন ও গণযুদ্ধের আভায় স্নাত গেরিলা শহর, ঢাকায় আটকে পড়া বিহারি শরণার্থী ইত্যাদি প্রসঙ্গে-অনুষঙ্গে ভাস্বর তার রাজসিক কবিতাভুবন। সঙ্গে আছে এই 'মাতােয়ালা রাইত'-এর মতাে ঢাকাই বােলচালে ভরপুর কাব্যকথার নিরুপম নিদর্শন।...এই ঢাকায় কবি দেখেছেন দাঙ্গা, দুর্ভিক্ষ, দেশভাগ, ভাষা আন্দোলন, গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এসবের অভিঘাত বিপুলভাবে উপচে পড়েছে তার কবিতাজগতে। ঢাকা এবং শামসুর রাহমানের কবিতা ক্রমাগত হয়ে উঠেছে এক ও অবিভাজ্য। আসাদ চৌধুরী ভুল বলেননি--যেমন জেমস জয়েসের ডাবলিন, যেমন নাগিব মাহফুজের কায়রাে, যেমন ওরহান পামুকের ইস্তাম্বুল, যেমন সুনীল গঙ্গোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায়ের কলকাতা তেমন শামসুর রাহমানের ঢাকা। বইটিতে বোনাস হিসেবে রয়েছে কবির একগুচ্ছ আলোকচিত্র। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন রফিকুন নবী। মূল্য ২৮০ টাকা।