আমার কলকাতা
বেলাল চৌধুরী
সংকলন ও সম্পাদনা
পিয়াস মজিদ
কবি বেলাল চৌধুরীর কলকাতার স্মৃতিগুলোকে গ্রন্থিত করে কবি পিয়াস মজিদ পাঠকদের ভালোবাসায় আবদ্ধ করলেন। আসুন দেখি কি আছে এই বইয়ে। পিয়াসের ভাষায়, "রফিকউদ্দিন আহমদ চৌধুরীর চাকরিসূত্রে ছােটবেলা থেকেই রেলগাড়ি দেখতে দেখতে, কু-ঝিক-ঝিক শুনতে শুনতে জীবনকেই মেনেছেন এক বিস্ময়ের স্টেশন-~-অনন্ত অজানার ডাকে ঘর ছাড়ার আহ্বানধ্বনিকে বরণ করেছেন সানন্দে। মা মনিরা আখতার খাতুন চৌধুরী ছিলেন স্বভাবকবি । সাহিত্যানুকূল পারিবারিক পরিবেশে কলকাতা যাত্রার আগে থেকেই বাংলা ও বিশ্বসাহিত্যের নিবিড় পাঠে নিমগ্ন থেকেছেন। প্রাতিষ্ঠানিক পাঠের চেয়ে পৃথিবীর পাঠশালাকেই জ্ঞান করেছেন শ্রেষ্ঠ অধ্যয়নশালা। | ‘হল অ্যান্ড স্টিভেনসের’ ক্রাউন সাইজের ‘জিওমেট্রি’ বইয়ের নিচে রেখে লুকিয়ে পড়েছেন কিরীটি সিরিজ।...বেলাল চৌধুরীর কলকাতা-জীবন নিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের পাঠকদের সমান আগ্রহ। যদিও এলােমেলাে জীবনে এ বিষয়ে তিনি কোনাে ধারাবাহিক স্মৃতিকথা লিখে যেতে পারেননি, তবে তাঁর বেশ কয়েকটি গদ্যের বইয়ে বিক্ষিপ্তভাবে অঙ্কিত হয়েছে। কলকাতা-জীবনের দিনরাত্রির রেখাচিত্র । তার কয়েকটি নির্বাচিত গদ্য ও কলকাতাকে কেন্দ্র করে লেখা কবিতায় নির্মিত হলাে আমার কলকাতা বইয়ের কাঠামাে। বইয়ের শেষাংশে সংকলিত গদ্য ও কবিতাগুচ্ছের উৎস নির্দেশ করা হয়েছে। বইয়ে অন্তর্ভুক্ত আলােকচিত্রসমূহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকা এবং বেলাল চৌধুরীর পারিবারিক অ্যালবাম থেকে সংগৃহীত হয়েছে।"
বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন রফিকুন নবী। মূল্য ২৮০ টাকা।
বেলাল চৌধুরী
সংকলন ও সম্পাদনা
পিয়াস মজিদ
কবি বেলাল চৌধুরীর কলকাতার স্মৃতিগুলোকে গ্রন্থিত করে কবি পিয়াস মজিদ পাঠকদের ভালোবাসায় আবদ্ধ করলেন। আসুন দেখি কি আছে এই বইয়ে। পিয়াসের ভাষায়, "রফিকউদ্দিন আহমদ চৌধুরীর চাকরিসূত্রে ছােটবেলা থেকেই রেলগাড়ি দেখতে দেখতে, কু-ঝিক-ঝিক শুনতে শুনতে জীবনকেই মেনেছেন এক বিস্ময়ের স্টেশন-~-অনন্ত অজানার ডাকে ঘর ছাড়ার আহ্বানধ্বনিকে বরণ করেছেন সানন্দে। মা মনিরা আখতার খাতুন চৌধুরী ছিলেন স্বভাবকবি । সাহিত্যানুকূল পারিবারিক পরিবেশে কলকাতা যাত্রার আগে থেকেই বাংলা ও বিশ্বসাহিত্যের নিবিড় পাঠে নিমগ্ন থেকেছেন। প্রাতিষ্ঠানিক পাঠের চেয়ে পৃথিবীর পাঠশালাকেই জ্ঞান করেছেন শ্রেষ্ঠ অধ্যয়নশালা। | ‘হল অ্যান্ড স্টিভেনসের’ ক্রাউন সাইজের ‘জিওমেট্রি’ বইয়ের নিচে রেখে লুকিয়ে পড়েছেন কিরীটি সিরিজ।...বেলাল চৌধুরীর কলকাতা-জীবন নিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের পাঠকদের সমান আগ্রহ। যদিও এলােমেলাে জীবনে এ বিষয়ে তিনি কোনাে ধারাবাহিক স্মৃতিকথা লিখে যেতে পারেননি, তবে তাঁর বেশ কয়েকটি গদ্যের বইয়ে বিক্ষিপ্তভাবে অঙ্কিত হয়েছে। কলকাতা-জীবনের দিনরাত্রির রেখাচিত্র । তার কয়েকটি নির্বাচিত গদ্য ও কলকাতাকে কেন্দ্র করে লেখা কবিতায় নির্মিত হলাে আমার কলকাতা বইয়ের কাঠামাে। বইয়ের শেষাংশে সংকলিত গদ্য ও কবিতাগুচ্ছের উৎস নির্দেশ করা হয়েছে। বইয়ে অন্তর্ভুক্ত আলােকচিত্রসমূহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকা এবং বেলাল চৌধুরীর পারিবারিক অ্যালবাম থেকে সংগৃহীত হয়েছে।"
বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন রফিকুন নবী। মূল্য ২৮০ টাকা।