Ticker

6/recent/ticker-posts

বরিশালের যোগেন মণ্ডল - দেবেশ রায়

amarboi

বরিশালের যোগেন মণ্ডল
দেবেশ রায়

উপন্যাসে যোগেন মন্ডলকে কেন্দ্র করে প্রাক্‌ স্বাধীনতা পর্বে বাঙালির এক অনালোচিত ইতিহাসের কাহিনি তুলে ধরেছেন লেখক। উপন্যাসে লেখক যোগেন মন্ডলের মতো এক নিম্ন বর্গের প্রতিনিধি স্থানীয় নেতৃত্বের সংগ্রামের কাহিনি, ভারতবর্ষের মূল স্রোতের রাজনীতিবিদ্‌দের সঙ্গে যোগেন মন্ডলের প্রায় ভিন্ন রাজনীতির আলোচনা করেছেন।

বাংলাদেশ যোগেন মণ্ডলকে কেন ভুলে গেছে? বাংলাদেশ ছিল দক্ষিণ এশিয়ায় প্রবল সংস্কৃতির বিরুদ্ধে নিপীড়িত জাতিসত্তার প্রথম সফল রাষ্ট্র। সাতচল্লিশে এখানে ‘ম্লেচ্ছ’ আর ‘তফসিলি’রা পূর্ব পাকিস্তানকে নিশ্চিত করেছিল আর একাত্তরে একই জোট পাঞ্জাবি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করে এ ভূখণ্ডে পাকিস্তানের সমাধি রচনা করেছিল। বস্তুত, জাতিঘৃণা প্রত্যাখ্যানে যোগেন মণ্ডলের সেই শিক্ষা যে বাংলাদেশের ধমনিতে এখনো বহমান, তার একটা বড় নজির রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে স্থানীয় সমাজের সচেতন ঐকমত্য। সাতচল্লিশে এবং একাত্তরে দু-দুটি সফল সংগ্রাম শেষে যোগেনের স্বপ্নের ইনক্লুসিভ রাজনীতির প্রতি এ দেশের সাধারণ মানুষের সমর্থন প্রশ্নাতীত। কিন্তু শাসক এলিটদের কারণেই সাতচল্লিশ-পরবর্তী ভারত-পাকিস্তান এবং একাত্তর-পরবর্তী বাংলাদেশের ‘প্রবল’ জাতিসত্তাগুলো আজও ‘অপর’কে ধারণ করে নতুন সমাজ নির্মাণ করতে সমর্থ হয়নি। সে জন্যই আজও যোগেন্দ্রনাথ মণ্ডলের ‘বহুজনবাদী’ রাজনীতির প্রাসঙ্গিকতা শেষ হয়নি। এই রাজনৈতিক-দার্শনিক বোঝাপড়া ছাড়া বাংলাদেশ ও দ‌ক্ষিণ-পূর্ব এশিয়া এগোতে পারবে বলে মনে হয় না। (আলতাফ পারভেজ - প্রথম আলো)

বরিশালের যোগেন মন্ডল
দেবেশ রায়