গল্পগ্রন্থ 'গোল' - রুমা মোদক
আমার তৃতীয় গল্পগ্রন্থ গোল অনলাইনে উন্মুক্ত করে দিচ্ছি। লেখকের লেখাটি অন্তর গলে কলমের কালিতে কাগজে কিংবা আঙুলের চাপে যন্ত্রে লেখা হয়ে যায় তখন লেখকের একমাত্র আকাঙ্ক্ষা লেখাগুলো পাঠকের কাছে পৌঁছাক।বইটি ২০১৮ এর বইমেলায় জেব্রাক্রসিং থেকে মেলার স্টলে উঠেছিলো ফেব্রুয়ারির ১৮ তারিখে। ফলে মেলাকেন্দ্রিক পাঠক ক্রেতা অনেকের হাতে বইটি পৌঁছেনি। তাছাড়া এদেশে মেলার পর বই প্রাপ্তির কোন নির্দিষ্ট ঠিকানা নেই।
সবচেয়ে বড় কথা এখন বাংলা ভাষাভাষী এক বিরাট জনগোষ্ঠী অনলাইনে বাংলা সাহিত্য পড়তে চান পৃথিবীর যে কোন প্রান্তে বসে। সব পাঠকের হাতে বইটি পৌঁঁছাক। ভালোলাগা মন্দলাগায় সিক্ত হোক লেখক জীবন।
রুমা মোদক
আমার তৃতীয় গল্পগ্রন্থ গোল অনলাইনে উন্মুক্ত করে দিচ্ছি। লেখকের লেখাটি অন্তর গলে কলমের কালিতে কাগজে কিংবা আঙুলের চাপে যন্ত্রে লেখা হয়ে যায় তখন লেখকের একমাত্র আকাঙ্ক্ষা লেখাগুলো পাঠকের কাছে পৌঁছাক।বইটি ২০১৮ এর বইমেলায় জেব্রাক্রসিং থেকে মেলার স্টলে উঠেছিলো ফেব্রুয়ারির ১৮ তারিখে। ফলে মেলাকেন্দ্রিক পাঠক ক্রেতা অনেকের হাতে বইটি পৌঁছেনি। তাছাড়া এদেশে মেলার পর বই প্রাপ্তির কোন নির্দিষ্ট ঠিকানা নেই।
সবচেয়ে বড় কথা এখন বাংলা ভাষাভাষী এক বিরাট জনগোষ্ঠী অনলাইনে বাংলা সাহিত্য পড়তে চান পৃথিবীর যে কোন প্রান্তে বসে। সব পাঠকের হাতে বইটি পৌঁঁছাক। ভালোলাগা মন্দলাগায় সিক্ত হোক লেখক জীবন।
রুমা মোদক