
ওবায়দুল কাদের
কবীর চৌধুরী বইটির ভূমিকায় লিখেছেন, ওবায়দুল কাদের রাজনীতির মানুষ। এককালের তুখােড় ছাত্রনেতা, জন্মঃ ১ জনুয়ারি ১৯৫২। বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী। তাঁর অন্যান্য পরিচয়ের মধ্যে রয়েছে তিনি একজন সাংবাদিক এবং লেখক। তার রাজনৈতিক জীবন যেমন সংগ্রামমুখর তেমনি সাফল্যময় । তিনি সাহসী সৎ সংগ্রামী ও বাগ্মী। নানা মেধার অপূর্ব সমন্বয় তাঁর রাজনৈতিক জীবনকে আলােকিত করেছে, তেমনি তার সৃজনশীল ভুবনও ধ্রুপদী প্রতিভায় উদ্ভাসিত। দীর্ঘ দিন দেশের বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। এসময় তার অনেক সমাজমনস্ক ও জীবনমুখী কলাম ও উপসম্পাদকীয় প্রকাশ পায়। পাশাপাশি দেশের বিভিন্ন প্রথম শ্রেণীর পত্রপত্রিকায় নানা বিষয়ে লিখেছেন। রাজনৈতিক প্রবন্ধ, ভ্রমণকাহিনীসহ নানামুখী রচনায় তার মেধা ও প্রজ্ঞার পরিচয় মেলে। অনুবাদ সাহিত্যেও তিনি পারদর্শী। ইংরেজি ভাষায় রচিত তার রচনা ও প্রকাশিত গ্রন্থ তাঁকে আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছে দিয়েছে। এ পর্যন্ত তার ৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এরমধ্যে চারটি মাতৃভাষায় রচিত। একটি অনুবাদ একটি ইংরেজিতে। অনূদিত গ্রন্থটি দ্যা টর্চারড এন্ড ড্যামড’ ব্রিটিশ সাংবাদিক রবার্ট পেইন রচিত এক অসাধারণ রাজনৈতিক উপন্যাস। যার নায়ক বাঙালির হাজার বছরের অহংকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ চলাকালে দীর্ঘ নয়টি মাস পাকিস্তানের মৃত্যুগহ্বর অন্ধকার প্রকোষ্ঠে তাকে বন্দি করে রাখা হয়। সে সময়ে যে ভয়াবহ অবস্থায় বঙ্গবন্ধুর দিন কেটেছে সাংবাদিক রবার্ট পেইন তার প্রত্যক্ষ ও পরােক্ষ অভিজ্ঞতার আলােকে সেই গা শিউরে ওঠা ঘটনাবলী তুলে ধরেছেন তার গ্রন্থে। গ্রন্থটি বিশ্বজুড়ে তােলপাড় তােলে। পরবর্তী সময়ে ওবায়দুল কাদেরের সৃজনশীল কলমের সুবাদে বাঙালি পাঠকসমাজ বাংলা ভাষায় গ্রন্থটি পাঠের সুযােগ পান। অনুবাদ হলেও ওবায়দুল কাদেরের নৈপুণ্য মূল গ্রন্থের ঘটনাবলীতে নতুন মাত্রা এনে দেয়। বাংলায় গ্রন্থটি পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু' শিরােনামে প্রকাশিত হয়। এ গ্রন্থের বেশ কয়েকটি সংস্করণ ইতােমধ্যে নিঃশেষ প্রায়।। ওবায়দুল কাদেরের অন্যান্য গ্রন্থ যথাক্রমে-এ বিজয়ের মুকুট কোথায়, মেঘে মেঘে অনেক বেলা, তিন সমুদ্রের দেশে, বাংলাদেশের হৃদয় হতে এবং ইংরেজি গ্রন্থ ‘দ্য রেভ্যুলেশন অব বাংলাদেশ’।


মেঘে মেঘে অনেক বেলা
এই বিজয়ের মুকুট কোথায়
তিন সমুদ্রের দেশে
বাংলাদেশের হৃদয় হতে
পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু