Ticker

6/recent/ticker-posts

দেশ ০২ এপ্রিল ২০১৯

দেশ ০২ এপ্রিল ২০১৯
দেশ ০২ এপ্রিল ২০১৯

সম্পাদকীয়
মাতৃসমা অথচ...

নদী যতদিন স্রোতস্বিনী, ততদিন তার চলার পথে অন্তরায় নেই। প্রবল বেগসম্পন্না নদী তার জলরাশির সঙ্গে বহন করে চলে তীরবর্তী অসংখ্য লােকালয়ের জীবনযাত্রা এবং সংস্কৃতিকে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলির ইতিহাস এর সাক্ষ্য বহন করে চলেছে। এ ইতিহাস সংশ্লিষ্ট দেশকাল এবং সভ্যতার পক্ষে গৌরবের। সে গৌরব অক্ষুন্ন রাখার দায়িত্ব প্রত্যেক সচেতন নাগরিকের কর্তব্য। পশ্চিমি সভ্যতা-সংস্কৃতিতে নদীকে মাতৃসমা মনে করা হয় না। প্রতীচ্যে নদীর রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, নদী-সংক্রান্ত ভাবনা সব কিছুতে যুক্তির স্বচ্ছতা আর উদ্যমী মনােভাবের প্রকাশ। অন্যদিকে তৃতীয় বিশ্বে, বিশেষ করে ভারতে নদী নিয়ে ততটাই আবেগ এবং সেই সঙ্গে চিন্তায় স্ববিরােধিতা। পরিবেশ-বান্ধব বিভিন্ন পরিকল্পনা রূপায়ণের মধ্য দিয়ে পশ্চিমে, যেখানে নদীর সৌন্দর্যায়ন এবং তাকে ঘিরে নানা কর্মকাণ্ড হয়ে থাকে, তার সিকিভাগও এদেশে দেখতে পাওয়া যায় না। নদীবক্ষে জীববৈচিত্রের সমাহারে যাতে কোনও বিঘ্ন না-ঘটে, সে জন্যে সেই সব দেশের সরকার-প্রশাসন এবং সর্বোপরি সাধারণ মানুষ সদা তৎপর। নদী সেখানে সকলের কাছে অগ্রাধিকারের তালিকায়। এর বিপ্রতীপে প্রাচ্যের অবস্থা কহতব্য নয়। সনাতন ভারতবর্ষের পরিপূর্ণ রূপটি সম্পৃক্ত হয়ে আছে গঙ্গার সঙ্গে। এর জলস্রোতের মধ্যেই যেন জীবন ও মৃত্যুর সহাবস্থান! নবপরিণীতা বধূর গঙ্গাবন্দনা আর মুমূর্য বৃদ্ধের অন্তৰ্জলি যাত্রা— গঙ্গার একই ঘাটে একই সঙ্গে হয়ে চলেছে; একটি নব জীবনে আনীত একজনের আকাঙ্ক্ষা, অন্যটি জীবনের অন্তিমলগ্নের অপেক্ষা, দু’টির অবলম্বনই সেই গঙ্গা। জাতির জীবনে এমন চিরকল্যাণময়ী রূপে যে-নদীর সর্বত্রগামী উপস্থিতি, সে নদীর ভবিষ্যৎ যে খুব-একটা আশাপ্রদ নয়, তা বলার অপেক্ষা রাখে না। গঙ্গাবক্ষে লােকালয়ের বর্জ্য, শিল্পবর্জ্য এসে মিশ্রিত হওয়ায় জলে কলিফর্ম ব্যাকটিরিয়ার মাত্রা বৃদ্ধি পেয়েছে। বহু গুণ। যে-নদী মাতৃসমা, দেবীজ্ঞানে আরাধ্যা, সে নদীর বুকে ভাসমান উচ্ছিষ্ট আর আবর্জনা— এ বােধ হয় একমাত্র এদেশেই সম্ভব। এসবের ফলে গঙ্গার জীববৈচিত্র সংকটাপন্ন হওয়ার সঙ্গে অনিশ্চিত আরও অনেক কিছু। গঙ্গার বিপন্নতা এদেশের অর্থনীতির পক্ষেও চরম এক অশনি সংকেত। আশির দশকে গঙ্গাকে নির্মল করে তােলার উদ্দেশ্যে ‘গঙ্গা অ্যাকশন প্ল্যান’-এর কাজ শুরু হয়। কিন্তু সে লক্ষ্য পূর্ণ হয়নি, যা ভাবা হয়েছিল, তার তুলনায় সে প্রকল্পে সাফল্য এসেছে সামান্যই। বর্তমানে নমামি গঙ্গে’ প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পের আড়ম্বর আছে কিন্তু কাজ কতখানি হয়, সে বিষয়ে সংশয় আছে। কারণ, এদেশের সর্বনাশা রাজনীতি। রাজনীতির জাঁতাকলে প্রায় প্রতিনিয়ত নিষ্পেষিত হচ্ছে সদিচ্ছা, সৎ প্রচেষ্টা। সে কারণে গঙ্গাকে কলুষমুক্ত করতে অনশনব্ৰতী সন্ন্যাসীদের আত্মবলিদানের সংকল্প নিতে হয়। আবার কখনও গঙ্গা দূষণের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে গিয়ে প্রতিবাদীর রহস্যময় অন্তর্ধানের ঘটনাও শিরােনামে এসেছে। ভাবতে অবাক লাগে, পুরাণমতে যে-পুণ্যসলিলা গঙ্গা মর্তলােকের যাবতীয় কলুষ দূর করতে এসেছিলেন, তাঁর সর্বাঙ্গ আজ কলুষতায় ভরিয়ে তােলা হয়েছে! এ অপরাধের ক্ষমা নেই।'
দেশ ২ এপ্রিল ২০১৯
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!