প্রসঙ্গ ধূর্জটি প্রসাদ
ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়
জন্মঃ ৫ই অক্টোবর, ১৮৯৪, হুগলির শ্রীরামপুর। গল্প, প্রবন্ধ, উপন্যাস প্রভৃতি ক্ষেত্রে ধূর্জটিপ্রসাদের অসাধারণ দক্ষতা ছিল। তাঁর ‘মোহনা’ (১৯৪৩), ‘অন্তঃশীলা’ (১৯৩৫), ‘আবর্ত’ (১৯৩৭) প্রভৃতি শ্রেষ্ঠ উপন্যাস। তিনি বিভিন্ন পত্রপত্রিকায় অনেক প্রবন্ধ লিখেছেন। এছাড়াও ‘উত্তরা’, ‘সবুজপত্র’, ‘পরিচয়’ পত্রিকার যুক্ত ছিলেন। ‘যুধিষ্ঠির’ ছদ্মনামেও তাঁর কিছু লেখা বেরোয়। তিনি একাধারে সাহিত্য সমালোচকও ছিলেন। সাহিত্য সমালোচনায় তাঁকে ‘মার্ক্সীয় নন্দনতাত্ত্বিকদের পুরোধা’ এই অভিধায় অভিহিত করা হয়। ৫ই ডিসেম্বর, ১৯৬১ তাঁর মৃত্যু ঘটে।
ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়
জন্মঃ ৫ই অক্টোবর, ১৮৯৪, হুগলির শ্রীরামপুর। গল্প, প্রবন্ধ, উপন্যাস প্রভৃতি ক্ষেত্রে ধূর্জটিপ্রসাদের অসাধারণ দক্ষতা ছিল। তাঁর ‘মোহনা’ (১৯৪৩), ‘অন্তঃশীলা’ (১৯৩৫), ‘আবর্ত’ (১৯৩৭) প্রভৃতি শ্রেষ্ঠ উপন্যাস। তিনি বিভিন্ন পত্রপত্রিকায় অনেক প্রবন্ধ লিখেছেন। এছাড়াও ‘উত্তরা’, ‘সবুজপত্র’, ‘পরিচয়’ পত্রিকার যুক্ত ছিলেন। ‘যুধিষ্ঠির’ ছদ্মনামেও তাঁর কিছু লেখা বেরোয়। তিনি একাধারে সাহিত্য সমালোচকও ছিলেন। সাহিত্য সমালোচনায় তাঁকে ‘মার্ক্সীয় নন্দনতাত্ত্বিকদের পুরোধা’ এই অভিধায় অভিহিত করা হয়। ৫ই ডিসেম্বর, ১৯৬১ তাঁর মৃত্যু ঘটে।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!