Ticker

6/recent/ticker-posts

উপন্যাস নিয়ে - দেবেশ রায়

উপন্যাস নিয়ে - দেবেশ রায়
উপন্যাস নিয়ে
দেবেশ রায়

বাংলা গল্প-উপন্যাসের আধুনিক চেষ্টা কী হতে পারে তার হদিশ পেতে খুঁজতে চেয়েছি এর অতীতকে। কোনাে নির্বিকল্প অতীতকে নয়, বহুবিকল্পময় অতীতকে। আমাদের বর্তমানের সঙ্গতিপূর্ণ কোনাে অতীতকে। সেই হদিশেই বাংলা ভাষার চৌহদ্দির বাইরে গিয়ে দুটো-তিনটে লেখা এই বইয়ে আছে। তাতে আমাদের লক্ষ ছিল—প্রেমচন্দের কিছু গল্প পড়া, বিভূতিভূষণের কথনভঙ্গির সঙ্গে প্রেমচন্দের কথনভঙ্গির অদ্ভুত সব মিলে-এঁরা দুজন পরস্পরকে না জেনেও এক সময়েই লিখছিলেন দুই ভাষায়। বাংলা ভাষার গল্প-উপন্যাসের একটা ভাষানিরপেক্ষ ভারতীয় পরিপ্রেক্ষিত আছে আর সে-পরিপ্রেক্ষিত বদলে যায় অনেক সময়ই। বাংলা লেখালেখির আলােচনায় সে-প্রসঙ্গ খুব একটা আসে না। বরং বিদেশী প্রসঙ্গ কিছু বেশি আসে। সেটাও যে খুবই জরুরি কথা ও বিদেশ বলতে আমাদের ধারণাকে পৃথিবীর বিস্তারের সমতুল্য করে তােলাটাও যে জরুরি—তেমন একটা তাড়না থেকেই একটি লেখায় কিছু বিদেশী গল্প উপন্যাসের কথা এসেছে।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!