আড়াই হাজার বছরেরও পুরােনাে চীনা দর্শন-কাব্য।
তাও তে চিং - লাও ৎস
অনুবাদ
সহজিয়া পথ
সরকার আমিন
প্রায় আড়াই হাজার বছর আগে লাও ৎস চীন দেশে জন্মগ্রহণ করেন বলে জানা যায় । খ্রিষ্টপূর্ব ৬০৪ সাল লাও ৎস-এর আবির্ভাব বছর। লাও ৎস নামের মানে হচ্ছে। ‘বৃদ্ধ-তরুণ। লাও ৎস--এর দর্শন মানেই সহজিয়া দর্শন। ৮১টি অনুচ্ছেদে বিভক্ত প্রায়। পাঁচ হাজার চীনা অক্ষরের। সমন্বয়ে রচিত ‘তাও তে চিং’ গ্রন্থটিতে বারবার এক কৌতূহলবােধক স্ববিরােধিতামূলক অনুষঙ্গ (প্যারাডক্স) আবিষ্কার করা যায় । তাও দর্শনের মূল লক্ষ্যই হচ্ছে ‘অন্তর্গত প্রশান্তি অর্জন। দেহের দাসত্ব থেকে মুক্ত হয়ে অভিলাষমুক্ত হৃদয়ের অধিকারী হবার জন্য বিশ্বাস ও কর্মগত ঐক্যের পথনির্দেশ করেছেন লাও। মানসিক ভারসাম্য, চিত্তের সুস্থিরতা ও একটি সমাহিত চিত্ত রচনা। করাই যেন তাও দর্শনের মূল কথা।
তাও তে চিং - লাও ৎস
অনুবাদ
সহজিয়া পথ
সরকার আমিন
প্রায় আড়াই হাজার বছর আগে লাও ৎস চীন দেশে জন্মগ্রহণ করেন বলে জানা যায় । খ্রিষ্টপূর্ব ৬০৪ সাল লাও ৎস-এর আবির্ভাব বছর। লাও ৎস নামের মানে হচ্ছে। ‘বৃদ্ধ-তরুণ। লাও ৎস--এর দর্শন মানেই সহজিয়া দর্শন। ৮১টি অনুচ্ছেদে বিভক্ত প্রায়। পাঁচ হাজার চীনা অক্ষরের। সমন্বয়ে রচিত ‘তাও তে চিং’ গ্রন্থটিতে বারবার এক কৌতূহলবােধক স্ববিরােধিতামূলক অনুষঙ্গ (প্যারাডক্স) আবিষ্কার করা যায় । তাও দর্শনের মূল লক্ষ্যই হচ্ছে ‘অন্তর্গত প্রশান্তি অর্জন। দেহের দাসত্ব থেকে মুক্ত হয়ে অভিলাষমুক্ত হৃদয়ের অধিকারী হবার জন্য বিশ্বাস ও কর্মগত ঐক্যের পথনির্দেশ করেছেন লাও। মানসিক ভারসাম্য, চিত্তের সুস্থিরতা ও একটি সমাহিত চিত্ত রচনা। করাই যেন তাও দর্শনের মূল কথা।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!