বাংলার নীল চাষ ও নীলবিদ্রোহের ইতিহাস
রাজিব আহমেদ
নীল চাষ বাঙালি কৃষকশ্রেণির জন্য এক বিভীষিকার নাম। একই চাষে এক শ্রেণি মানুষ সর্বশান্ত, আরেক শ্রেণি মানুষ সম্পদের পাহাড় গড়েছেন। নীলরক্তের ব্রিটিশরা বাঙালি কৃষককে নীল-চাষের বিষে নীল করে দিয়ে নির্ভাবনায়, সুখনিদ্রায় জীবন যাপন করে গেছেন।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!