পুরাণকোষ ১ম খণ্ড
নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
প্রথম খণ্ড
অ থেকে ঔ
এই পৃথিবীতে কম্পন, ভূকম্পন অহরহ। কিন্তু অকম্পন ঠিক কে? নৃসিংহপ্রসাদ ভাদুড়ী সম্পাদিত, সদ্য প্রকাশিত পুরাণকোষ (সাহিত্য সংসদ) থেকে জানা গেল, অকম্পন আসলে তিন জন। এক জন মৎস্যপুরাণ অনুসারে হিরণ্যকশিপুর সভার অসুর, অন্য জন রামায়ণে খর ও দূষণ নামে দুই রাক্ষসের অনুচর। তৃতীয় জন মহাভারত অনুযায়ী সত্যযুগের এক রাজা। নতুন বইটির বৈশিষ্ট্য এখানেই। পৌরাণিকা বা পৌরাণিক অভিধান গোছের সংক্ষিপ্ত ‘হু’জ হু’ নয়। বরং বিভিন্ন আকর ঘেঁটে সব চরিত্রকে পাশাপাশি রেখে দেওয়া। কিন্তু এই জরুরি বইয়ের এটি প্রথম খণ্ড মাত্র (অ থেকে ঔ)। ফলে পরবর্তী খণ্ডগুলির জন্য ধৈর্য ধরা ছাড়া গত্যন্তর নেই। পৌরাণিক সাহিত্যের অসংখ্য চরিত্র, ঘটনা, স্থানের উৎস জানা কিন্তু অত সহজ নয়। অথচ হাতের কাছে নেই এমন কোনো কোষগ্রন্থ যা থেকে এক মুহূর্তে পাওয়া যেতে পারে তার হদিস।
দীর্ঘ গবেষণার ফসল এই ‘পুরাণকোষ’ সেই অভাব পূর্ণ করবে।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!