Ticker

6/recent/ticker-posts

২৫টি সেরা রহস্য - সুনীল গঙ্গোপাধ্যায়

amarboi
২৫টি সেরা রহস্য
সুনীল গঙ্গোপাধ্যায়

সুনীল গঙ্গোপাধ‌্যায়ের কিশোর গল্পে ছড়িয়ে থাকে এক আশ্চর্য রহস‌্যময়তা। গল্পের শুরু থেকেই পাঠক ডুবে যান রহস‌্য আর রোমাঞ্চের অমোঘ হাতছানিতে। তারপর কৌতূহলের জট খুলতে খুলতে পাঠক একসময় গল্পের শেষে পৌঁছে যান। নিপুর ঘরে খাটের তলায় আশ্চর্য একটা রহস‌্যময় ক্রিকেট বল, মধুপুরের ‘দীন কুটির’ নামের সেই বিশাল বাড়ি, নস‌্যির মতো রঙের বটুকদাদার কুকুর জিপসি, ঘোড়ায় চেপে রুগি দেখতে যাওয়া ভরত ডাক্তার, এমন সব রহস‌্যময় চরিত্রে ভরা তাঁর এই বইয়ের গল্পগুলি। রাজপুত্তুরের অসুখ, বেণী লস্করের মুণ্ডু, প‌্যানিমুড়ার কবলে, বুকের ওপরে ভয় পায় বা পার্বতীপুরের রাজকুমার গল্পগুলি একবার পড়তে শুরু করলে শেষ না করা পর্যন্ত পাঠকের কৌতূহল মেটে না। তাঁর জনপ্রিয় অ‌্যাডেভঞ্চার কাহিনির দুইটি বিখ‌্যাত চরিত্র সন্তু ও কাকাবাবুকে নিয়ে তিনি কিশোরদের জন‌্যে কয়েকটি গল্পও লিখেছিলেন। কৌতূহলী পাঠকদের জন‌্যে তাঁর আশ্চর্য রহস‌্য গল্পের সঙ্গে সন্তু-কাকাবাবুকে নিয়ে লেখা গল্পগুলিকেও এই সংকলনে জায়গা করে দেওয়া হয়েছে। ছোটো-বড়ো সব রকমের পাঠকের একনিশ্বাসে পড়ে ফেলার মতো সুনীল গঙ্গোপাধ‌্যায়ের লেখা জমজমাট পঁচিশটি রহস‌্য গল্পের এই সংকলন সংগ্রহে রাখার মতো।

বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!