Ticker

6/recent/ticker-posts

রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ - ভূঁইয়া ইকবাল

amarboi
রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ
ভূঁইয়া ইকবাল

রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ: ভূঁইয়া ইকবাল
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রকাশকাল: মে ২০১০
প্রচ্ছদ ও অলংকরণ: জয়নুল আবেদিনের স্কেচ অবলম্বনে কাইয়ুম চৌধুরী

মুসলমানের চোখে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের চোখে মুসলমান সম্পর্কে একটি প্রতিনিধিত্বমূলক সংকলন এই বইটি। এতে আছে রবীন্দ্রনাথকে লিখিত তাঁর মুসলমান অনুরাগীদের চিঠি, তাঁর উদ্দেশে দেওয়া সম্মাননাপত্র, ভাষণ, অভিনন্দন ও শুভেচ্ছা-বাণী; তাঁকে নিবেদিত পঙ্ক্তিমালা ও তাঁর সম্পর্কে স্মৃতিচারণ; মুসলমান-সম্পাদিত পত্রপত্রিকায় রবীন্দ্র-সমালোচনা; মুসলমান অনুরাগীদেরকে লেখা রবীন্দ্রনাথের চিঠি, কবিতা, ‘কবিতিকা’, গান, আশীর্বাণী, শংসাপত্র, স্বাক্ষরের সঙ্গে যৎসামান্য লেখা; তাঁদের গ্রন্েথর কবিকৃত ভূমিকা ও সমালোচনা; হিন্দু-মুসলমান সম্পর্ক বা তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় কিংবা মুসলমান সমাজ সম্পর্কে রবীন্দ্রনাথের প্রবন্ধ, ভাষণ, বিবৃতি, বাণী, বাদ-প্রতিবাদমূলক পত্র। সব চিঠির প্রাপক যে মুসলমান, তা নয়। কখনো হিন্দু-মুসলমান প্রসঙ্গে অন্য কাউকে কিছু লিখেছেন, তেমন কোনো কোনো চিঠি আবার প্রবন্ধের রূপ নিয়ে তাঁর গ্রন্েথ সংকলিত হয়েছে। কখনো কোনো মুসলমানের হয়ে সুপারিশ করেছেন অন্যের কাছে। তবে সকল রচনার সঙ্গেই মুসলমান ব্যক্তি ও সমাজের সম্পর্ক আছে। লেখাগুলোর প্রেরক ও প্রাপকের মধ্যে অপরিচিত শিশু থেকে শুরু করে লব্ধপ্রতিষ্ঠ ব্যক্তিও আছেন। অধ্যাপক ভূঁইয়া ইকবাল যথেষ্ট পরিশ্রম করে এসব উপকরণ সংগ্রহ করেছেন। বহু অজ্ঞাতপূর্ব এবং স্মৃতিতে বিলুপ্ত রচনা এতে সংকলিত হয়েছে। রয়েছে প্রয়োজনীয় টীকাটিপ্পনী। এ গ্রন্থ পাঠককে আগ্রহী করবে, পাঠকের কৌতূহল মেটাবে।


বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!