Ticker

6/recent/ticker-posts

ভাষান্তরসমগ্র - শাহাদুজ্জামান

amarboi
ভাষান্তরসমগ্র - শাহাদুজ্জামান

ভাষান্তরসমগ্র : ভাষান্তরিত গল্প, প্রবন্ধ, সাক্ষাৎকার

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের লেখালেখির শুরু আশির দশকের মাঝামাঝি অনুবাদের মাধ্যমে।পরবর্তীকালে গল্প, উপন্যাস, প্রবন্ধসহ কথাসাহিত্যের নানা শাখায় মৌলিক রচনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ইংরেজি লেখা বাংলায় ভাষান্তর অব্যাহত রেখেছেন তিনি। ভাষান্তরিত লেখাগুলোতেও রয়েছে শাহাদুজ্জামানের নিজস্ব রচনাশৈলীর স¦fক্ষর। তাঁর ভাষান্তরিত প্রবন্ধগুলো সংকলিত হয়েছে ‘ ভাবনা ভাষান্তর’, গল্পগুলো ‘ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠ দিন’এবং বিশ্ববরেণ্য ব্যক্তিত্বের সাক্ষাৎকারগুলো ‘ কথা পরম্পরা’ বইয়ে। এছাড়া তাঁর অগ্রন্থিত বিভিন্ন ভাষান্তরিত রচনাও রয়েছে। ‘ ভাষান্তরসমগ্র’শাহাদুজ্জামানের এ যাবৎ ভাষান্তরিত সকল গ্রন্থিত, অগ্রন্থিত রচনার সংকলন।এ বই বিশ্বসাহিত্য, রাজনীতিসহ, আন্তর্জাতিক ভাবনাজগতের এক বিস্তৃত প্রেক্ষাপটের মুখোমুখি করবে পাঠকপাঠিকাকে।


বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!