আনন্দধারা
হেমন্ত মুখোপাধ্যায়
সম্পাদনা : অভীক চট্টোপাধ্যায়
বইটি হেমন্ত মুখোপাধ্যায়ের নিজে হাতে লেখা আত্মকথন। এই গ্রন্থেও আছে এবং অনেকেই জানেন, এই সঙ্গীতশিল্পী প্রথম জীবনে হতে চেয়েছিলেন সাহিত্যিক এবং 'একটি দিন' নামে তাঁর একটি গল্প 'দেশ' পত্রিকায় পর্যন্ত বেরিয়েছিল। ফলে অনেকদিন পরে লেখা হলেও এই বইটিতেও তিনি প্রাঞ্জল গদ্য উপহার দিয়েছেন। এক নিঃশ্বাসে পড়ে ফেলা যায়। এরকম একজন শিল্পীর গড়ে ওঠা ও বহু অজানা তথ্য মিলিয়ে একটি প্রয়োজনীয় ও একই সঙ্গে রসসিক্ত গ্রন্থ হল 'আনন্দধারা'। বইটি ১৩৮২ (১৯৭৫) সালের ভাদ্র মাসে প্রথম প্রকাশিত হয় 'নিউ বেঙ্গল প্রেস'।
হেমন্ত মুখোপাধ্যায়
সম্পাদনা : অভীক চট্টোপাধ্যায়
বইটি হেমন্ত মুখোপাধ্যায়ের নিজে হাতে লেখা আত্মকথন। এই গ্রন্থেও আছে এবং অনেকেই জানেন, এই সঙ্গীতশিল্পী প্রথম জীবনে হতে চেয়েছিলেন সাহিত্যিক এবং 'একটি দিন' নামে তাঁর একটি গল্প 'দেশ' পত্রিকায় পর্যন্ত বেরিয়েছিল। ফলে অনেকদিন পরে লেখা হলেও এই বইটিতেও তিনি প্রাঞ্জল গদ্য উপহার দিয়েছেন। এক নিঃশ্বাসে পড়ে ফেলা যায়। এরকম একজন শিল্পীর গড়ে ওঠা ও বহু অজানা তথ্য মিলিয়ে একটি প্রয়োজনীয় ও একই সঙ্গে রসসিক্ত গ্রন্থ হল 'আনন্দধারা'। বইটি ১৩৮২ (১৯৭৫) সালের ভাদ্র মাসে প্রথম প্রকাশিত হয় 'নিউ বেঙ্গল প্রেস'।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।