বই নিষিদ্ধের ইতিহাস
ব্রিটিশ শাসনে বাজেয়াপ্ত
বাংলা বই
লেখক: শিশির কর
বই নিষিদ্ধের ইতিহাস আজকের নয়। প্রাচীনকাল থেকেই বিভিন্ন দেশে বইপত্র নিষিদ্ধ হয়েছে। ভারতীয় উপমহাদেশেও রয়েছে বই নিষিদ্ধের দীর্ঘ ইতিহাস। ব্রিটিশ শাসনামলে অনেক বইয়ের ওপরই নেমে এসেছিল রাজশক্তির খড়্গ। কিন্তু কেন, কী কারণ কিংবা এর পেছনের প্রেক্ষাপটই বা কী, ব্রিটিশ শাসনে বাজেয়াপ্ত বাংলা বইতে দীর্ঘদিন পর হলেও এই অজানা দিকের ওপর আলো ফেলেছেন গবেষক শিশির কর। দীর্ঘ ১০ বছর ধরে তিনি ‘ইংরেজ আমলে নিষিদ্ধ বাংলা পুস্তক’ নিয়ে গবেষণা করেছেন। এই বই শুধু তথ্য ও তত্ত্বের কারণেই আকর্ষণীয় নয়; এতে রয়েছে সেই সময়ের গোপন নথিপত্রের অবিকল উদ্ধৃতি এবং বেশ কিছু দুর্লভ সাক্ষ্য-প্রমাণের ফটোকপি।
ব্রিটিশ শাসনে বাজেয়াপ্ত
বাংলা বই
লেখক: শিশির কর
বই নিষিদ্ধের ইতিহাস আজকের নয়। প্রাচীনকাল থেকেই বিভিন্ন দেশে বইপত্র নিষিদ্ধ হয়েছে। ভারতীয় উপমহাদেশেও রয়েছে বই নিষিদ্ধের দীর্ঘ ইতিহাস। ব্রিটিশ শাসনামলে অনেক বইয়ের ওপরই নেমে এসেছিল রাজশক্তির খড়্গ। কিন্তু কেন, কী কারণ কিংবা এর পেছনের প্রেক্ষাপটই বা কী, ব্রিটিশ শাসনে বাজেয়াপ্ত বাংলা বইতে দীর্ঘদিন পর হলেও এই অজানা দিকের ওপর আলো ফেলেছেন গবেষক শিশির কর। দীর্ঘ ১০ বছর ধরে তিনি ‘ইংরেজ আমলে নিষিদ্ধ বাংলা পুস্তক’ নিয়ে গবেষণা করেছেন। এই বই শুধু তথ্য ও তত্ত্বের কারণেই আকর্ষণীয় নয়; এতে রয়েছে সেই সময়ের গোপন নথিপত্রের অবিকল উদ্ধৃতি এবং বেশ কিছু দুর্লভ সাক্ষ্য-প্রমাণের ফটোকপি।
বই নিয়ে শুধুমাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, বই নিয়ে শুধু মাত্র বই নিয়েই আমাদের এই প্রয়াস। ধ্বংস ও ধসের সামনে বই সবচেয়ে বড় প্রতিরোধ। বই আমাদের মৌলিক চিন্তাভাবনার শাণিত অস্ত্র। বইয়ের অস্তিত্ব নিয়ে চারিদিকে আশঙ্কা, নতুন প্রজন্ম চকঝমকের আকর্ষণে বইয়ের দিক থেকে ঘুরিয়ে নিচ্ছে মুখ। আমাদের এ আয়োজন বইয়ের সাথে মানুষের সম্পর্ককে অনিঃশেষ ও অবিচ্ছিন্ন করে রাখা। আশাকরি আপনাদের সহযোগিতায় আমাদের এই ইচ্ছা আরোও দৃঢ় হবে। দুনিয়ার পাঠক এক হও! বাংলা বই বিশ্বের বিবিধ স্থানে, সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক! সাধ্যের মধ্যে থাকলে বইটি কিনবেন এই প্রত্যাশা রইলো।